অধ্যায় ৬
২০. জ্ঞান প্রয়োগের পন্থা বা মাধ্যমকে কী হিসেবে আখ্যায়িত করা হয়?
ক. উত্স খ. তত্ত্ব
গ. পদ্ধতি ঘ. সংগঠন
২১. সামাজিক নীতিকে সামাজিক সেবায় রূপান্তরিত করে কোন প্রক্রিয়া?
ক. সামাজিক সংগঠন
খ. সামাজিক প্রশাসন
গ. সামাজিক গবেষণা
ঘ. দল সমাজকর্ম
২২. ‘ব্যক্তি কর্ম’ ধারণাটি কত সালে প্রথম ব্যবহৃত হয়?
ক. ১৯১০ খ. ১৯১১
গ. ১৯২০ ঘ. ১৯২১
২৩. ব্যক্তিগত সমাজকর্মে অধিক গুরুত্বারোপ করা হয় পেশাগত প্রতিনিধির—
i. জ্ঞানের ওপর ii. দক্ষতার ওপর
iii. অভিজ্ঞতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. অপরাধ ও কিশোর অপরাধ সংশোধনে বাংলাদেশের কয়টি জেলায় সংশোধনমূলক কর্মসূচি চালু আছে?
ক. ১২টি খ. ১৭টি
গ. ২৩টি ঘ. ২৭টি
২৫. বয় স্কাউট, গার্লস গাইড, ওয়াইএমসিএ, সেটেলমেন্ট হাউস, ওয়াইডব্লিউসিএ এগুলো—
ক. দল কর্মসংস্থা
খ. সমাজ কর্মসংস্থা
গ. বিশেষায়িত প্রতিষ্ঠান
ঘ. মানবাধিকার সংস্থা
অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বন্ধুদের দেখাদেখি সুমনও একসময় ধূমপানে আসক্ত হয়ে পড়ে। এ অবস্থায় তার বড় ভাই তাকে একজন সমাজকর্মীর কাছে নিয়ে যান। ওই সমাজকর্মী সুমনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাকে অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠার আশ্বাস দেন।
২৬. সমাজকর্মীর ওই আশ্বাস সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান প্রক্রিয়ার কোন স্তরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. অনুধ্যান
খ. অন্তর্বর্তীকালীন ব্যবস্থা
গ. সমস্যা নির্ণয় ঘ. সমাধান
২৭. প্রাথমিক ও গৌণ দলের মধ্যবর্তী দলকে কী বলে?
ক. দীর্ঘস্থায়ী দল
খ. ক্ষণস্থায়ী দল
গ. প্রাতিষ্ঠানিক দল ঘ. অন্তর্বর্তী দল
সঠিক উত্তর
অধ্যায় ৬: ২০. গ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. ঘ
মাহমুদ আমিন, সাবেক প্রভাষক
যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর