সমাজবিজ্ঞান ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৭. লোকাচারের তুলনায় লোকরীতি—

i. বেশি গুরুত্বপূর্ণ ii. বেশি স্থায়ী

iii. বেশি সম্পৃক্ত

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৮. ‘দেশকে ভালোবাসা’ কী?

ক. লোকাচার খ. প্রথা

গ. লোকরীতি ঘ. লোককথা

৯. সমাজবিজ্ঞানী সানমার দলকে কয় ভাগে ভাগ করেছেন?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

১০. Folkways অর্থ কী?

ক. প্রথা খ. লোকাচার

গ. লোকরীতি ঘ. লোকসংগীত

১১. নিচের কোনটি সামাজিক নিয়ন্ত্রণে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—

ক. ব্যক্তিত্ব খ. পৌরাণিক কাহিনি

গ. ধর্ম ঘ. শিল্পকলা

১২. সামাজিক নিয়ন্ত্রণের প্রাথমিক বাহন কোনটি?

ক. রাষ্ট্র

খ. লোকাচার ও লোকরীতি

গ. পরিবার ঘ. জনমত

১৩. সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা নেই—

ক. ধর্মের খ. জনমতের

গ. সভ্যতার ঘ. প্রথার

চট্টগ্রামের হালদা নদীর পাশে একটি জনগোষ্ঠী বাস করে। একই মানসিকতা নিয়ে তারা নদী থেকে মৎস্য আহরণ করে জীবন ধারণ করে.

১৪. জনগোষ্ঠীটিকে বলা যায়—

ক. সমাজ খ. সম্প্রদায়

গ. সংঘ ঘ. প্রতিষ্ঠান

১৫. এদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—

i. দ্বন্দ্বের তুলনায় সহযোগিতা বেশি

ii. বৈচিত্র্য বেশি

iii. জীবনধারণে অভিন্নতা লক্ষণীয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

অধ্যায় ৫

১. History of Human Marriage গ্রন্থের লেখক কে?

ক. টেইলর খ. ওয়েস্টারমার্ক

গ. ডুর্খেইম ঘ. ওয়েবার

২. কোন ধরনের পরিবারে সম্পত্তির উত্তরাধিকার মায়ের দিক থেকে বর্তায়?

ক. মাতৃপ্রধান খ. মাতৃবাস

গ. মাতৃসূত্রীয় ঘ. দ্বৈতবাস

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭. ঘ ৮. গ ৯. ক ১০. খ ১১. গ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. গ

অধ্যায় ৫: ১. খ ২. গ


মো. জসিমউদ্দীন আহমেদ
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম