অষ্টম শ্রেণির বাংলা : বহুনির্বাচনি প্রশ্ন

অষ্টম শ্রেণির শিক্ষার্থী

অতিথির স্মৃতি

৩৬. ‘যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম’—এখানে ‘ঝাপসা’ কথাটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. চোখে কম দেখা

খ. দূরে তাকাতে না পারা

গ. চোখে অন্ধকার দেখা

ঘ. বিদায়ে চোখ জলে ভরা

৩৭. লেখকের শরীর সারল না, তবু দেওঘর থেকে বিদায় নিতে হলো কেন?

ক. বায়ু পরিবর্তনে সুস্থ না হওয়ায়

খ. বাড়ির জন্য মন কাঁদায়

গ. অতিথির অত্যাচারে অতিষ্ঠ হওয়ায়

ঘ. বাড়ি ভাড়ার টাকা কম পড়ায়

৩৮. ‘বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও’—তবু আসে কেন?

ক. কাজ থেকে মুক্তি পাওয়ার জন্যে

খ. রোগ সারতে পারে, এটা ভেবে

গ. চিকিৎসকের আদেশ মেনে নিয়ে

ঘ. বাড়ির জন্য দুশ্চিন্তা কমে বলে

৩৯. ‘কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল’—এখানে ‘খবরদারি’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. অসতর্ক সৃষ্টি

খ. বিদায়ের উৎফুল্লতা

গ. নজরদারি

ঘ. ব্যস্ততার ভান

সঠিক উত্তর

অতিথির স্মৃতি: ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ ৩৯. গ

*লেখক: মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল