এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১১. ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড কতটি প্রকোষ্ঠবিশিষ্ট?

ক. ৩ খ. ৫

গ. ৭ ঘ. ৯

১২. উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হয়?

ক. সম্পূর্ণ খ. স্পষ্ট

গ. অস্পষ্ট ঘ. ঝাপসা

১৩. মৎস্যখনি কোন নদীকে বলা হয়?

ক. পদ্মা খ. পশুর

গ. হালদা ঘ. রূপসা

১৪. রুই মাছের চলন অঙ্গ কোনটি?

ক. পৃষ্ঠীয় পাখনা খ. বক্ষ পাখনা

গ. পুচ্ছ পাখনা ঘ. শ্রোণি পাখনা

১৫.Labeo Rohita–র আঁশের কেন্দ্রকে কী বলে?

ক. সারকুলি খ. অ্যানুলি

গ. ফোকাস ঘ. ক্রোমাটোফোর

১৬. রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের?

ক. প্রোটোসার্কাল খ. হেটারোসার্কাল

গ. ডিভাইসার্কাল ঘ. হোমোসার্কাল

১৭. রুই মাছের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ কোনটি?

ক. অলিন্দ

খ. নিলয়

গ. পেরিকার্ডিয়াল সাইনাস

ঘ. সাইনাস ভেনেসাস

১৮. রুই মাছের হৃৎপিণ্ডের বৃহত্তম প্রকোষ্ঠ কোনটি?

ক. অলিন্দ খ. পেরিকার্ডিয়াল সাইনাস

গ. নিলয় ঘ. সাইনাস ভেনেসাস

১৯. রুই মাছ গলবিলে চোষণ বলের সৃষ্টি করে—

i. কানকো দুটি উত্তোলনের জন্য

ii. মৌখিক কপাটিকা খোলার জন্য

iii. পানি মুখগহ্বরে প্রবেশের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. ঘাসফড়িংয়ের ট্রাকিয়ার সূক্ষ্মতম শাখা হলো ট্রাকিওল। এটি—

i. এক মাইক্রন ব্যাসার্ধবিশিষ্ট

ii. দেহকোষে O2 সরবরাহ করে

iii. দেহস্থ CO2 ফিরিয়ে নিয়ে আসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.গ ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন