এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১১. আইয়ুব খান ১৯৬৫ সালে কত ভোটে কাউন্সিল সদস্যের প্রেসিডেন্ট নির্বাচিত হন?

ক. ৬৫ হাজার খ. ৮০ হাজার

গ. ৮২ হাজার ঘ. ৮৫ হাজার

১২. ভাষা আন্দোলনের ফলে—

i. বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়

ii. জাতীয়তাবাদের উন্মেষ ঘটে

iii. বাঙালি অধিকার আদায়ে সচেষ্ট হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i,ii ও iii

১৩. ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসানের পর কয়টি রাষ্ট্রের জম্ম হয়েছিল?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

১৪. ভাষা আন্দোলনের সময় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোন ভাষাকে সমর্থন করেছিল?

ক. বাংলা খ. আরবি

গ. উর্দু ঘ. মান্দি

১৫. কখন উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়?

ক. ১৯৪৭ সালের ১৭ আগস্ট

খ. ১৯৪৭ সালের ১৭ জুন

গ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট

ঘ. ১৯৪৭ সালের ১৭ মে

১৬. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়

খ. আলীগড় বিশ্ববিদ্যালয়

গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭. কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়?

ক. শেরেবাংলা এ কে ফজলুল হক

খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্

গ. মুহাম্মদ এনামুল হক

ঘ. অধ্যাপক আবুল কাশেম

১৮. ভাষা শহিদ শফিউরের পিতা কবে প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন?

ক. ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি

খ. ১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি

গ. ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি

ঘ. ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি

১৯. খাজা নাজিম উদ্দিনের সঙ্গে সংগ্রাম পরিষদের কত দফা চুক্তি হয়?

ক. ৬ দফা খ. ৮ দফা

গ. ১১ দফা ঘ. ২১ দফা

২০. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুর্নগঠিত হয় কবে?

ক. ২ জানুয়ারি ১৯৪৭

খ. ২ মার্চ ১৯৪৭

গ. ২ জানুয়ারি ১৯৪৮

ঘ. ২ মার্চ ১৯৪৮

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.খ : ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ঘ

মুহাম্মদ মিজানুর রহমান, শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন