এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

২১.বাঙালি জাতীয়তাবাদের বিকাশে কোনটি সবাইকে ঐক্যবদ্ধ করে?

ক. ৬ দফা দাবি খ. ভাষা আন্দোলন

গ. মুক্তিযুদ্ধ ঘ. শহিদ মিনার

২২. ধীরেন্দ্রনাথ দত্ত কোন পরিষদের সদস্য ছিলেন?

ক. পাকিস্তান গণপরিষদ

খ. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

গ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

ঘ. তমুদ্দন মজলিশ

২৩. পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কবে গঠিত হয়েছিল?

ক. ৪ জানুয়ারি ১৯৪৮

খ. ৩ জানুয়ারি ১৯৪৮

গ. ১১ মার্চ ১৯৪৮

ঘ. ১১ মার্চ ১৯৪৭

২৪. ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন কে?

ক. শামসুল হক খান

খ. শেরেবাংলা এ কে ফজলুল হক

গ. অলি আহাদ

ঘ. খাজা নাজিমুদ্দিন

২৫. সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, এটি কোন চুক্তিতে ছিল?

ক. ৬ দফা

খ. ৭ দফা

গ. ৮ দফা

ঘ. ১২ দফা

২৬. যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?

ক. ১৯৫২ সালে খ. ১৯৫৩ সালে

গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৬৬ সালে

২৭. যুক্তফ্রন্টের দফা ছিল কয়টি?

ক. ৬টি খ. ১১টি

গ. ২১টি ঘ. ২৫টি

২৮. কাকে আহ্বায়ক করে ১৯৫২ সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?

ক. আবদুল মতিন

খ. কামরুদ্দিন আহমদ

গ. আবুল কাশেম

ঘ. ড. মহিউদ্দিন আহমদ

২৯. কারাবন্দী শেখ মুজিবুর রহমান নেতা-কর্মীদের কোথায় ডেকে ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন?

ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

খ. ঢাকা মেডিকেল কলেজের সম্মুখ চত্বরে

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়

ঘ. ঢাকা কেন্দ্রীয় কারাগারে

৩০. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দিনের ঘোষণার প্রতিবাদে ছাত্রসমাজ কত তারিখ ধর্মঘট পালন করে?

ক. ২৬ জানুয়ারি খ. ২৭ জানুয়ারি

গ. ৩০ জানুয়ারি ঘ. ২৯ জানুয়ারি

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.খ ২২.ক ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.খ ২৭.গ ২৮.ক ২৯.ক ৩০.গ

মুহাম্মদ মিজানুর রহমান, শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন