তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৫১. রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে?

ক. স্প্যানিশ খ. গ্রিক

গ. স্লাভিক ঘ. ল্যাটিন

৫২. রোবটের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য পথ খুঁজে বের করার বুদ্ধিমত্তাকে কী বলা হয়?

ক. Dexterity খ. Manipulation

গ. Locomotion ঘ. Navigation

৫৩. সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক মঙ্গলগ্রহে পাঠানো রোবটের নাম কী?

ক. পারসিভিয়ারেন্স খ. ভাইকিং

গ. ভেরেনা ঘ. ভস্টক

৫৪. কোনটি সামরিক ক্ষেত্রে রোবটের ব্যবহার প্রকাশ করে?

ক. ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান

খ. খনি অভ্যন্তরের কর্মসম্পাদন

গ. ভূমি মাইন শনাক্তকরণ

ঘ. যন্ত্রাংশ সংযোজন

৫৫. কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রোবটিকস শব্দটি ব্যবহার করেন?

ক. কারেল কাপেক

খ. আইজ্যাক অসিমভ

গ. জ্যাক উইলিয়ামসন

ঘ. জুলেভার্ন

৫৬. রোবটের বৈশিষ্ট্য—

i. এটি নিখুঁত কর্মক্ষম

ii. এটি ক্লান্তিহীন

iii. এটি ধীরগতিসম্পন্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৫৭. কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে বড় বড় কারখানায় করা হয়—

i. পরিশ্রমসাধ্য কাজ

ii. সহজ কাজ

iii. বিপজ্জনক কাজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৮. রোবট ব্যবহৃত হয় যেসব কাজে—

i. কলকারখানার জিনিসপত্র পরিবহনে

ii. যন্ত্রাংশ সংযোজনে

iii. যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. নিচের কোনটি ‘Cryo’ শব্দের অর্থ প্রকাশ করে?

ক. খুবই গরম

খ. চিকিৎসা

গ. অসুস্থতা

ঘ. বরফের মতো ঠান্ডা

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১. গ ৫২. ঘ ৫৩. ক ৫৪. গ ৫৫. খ ৫৬. গ ৫৭. ঘ ৫৮. ঘ ৫৯. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা