তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৮৫. কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে?

ক. ন্যানো টেকনোলজি

খ. বায়োইনফরমেটিকস

গ. বায়োমেট্রিকস

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

৮৬. কোন পদ্ধতি পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয়?

ক. ন্যানো টেকনোলজি

খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ. বায়োইনফরমেটিকস

ঘ. বায়োমেট্রিকস

৮৭. কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়োজন?

ক. বায়োইনফরমেট্রিকস

খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ. বায়োমেট্রিকস

ঘ. ন্যানো টেকনোলজি

৮৮. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে?

ক. শিল্প ক্ষেত্রে খ. গবেষণা ক্ষেত্রে

গ. শিক্ষা ক্ষেত্রে ঘ. কৃষি ক্ষেত্রে

৮৯. ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটি?

ক. বায়োমেট্রিকস

খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ. ন্যানো টেকনোলজি

ঘ. বায়োইনফরমেট্রিকস

৯০. নিচের কোনটি জীবদেহের ডিএনএর বিভাজিত একক নির্দেশ করে?

ক. সেন্ট্রিওল খ. কোষ

গ. জিন ঘ. ক্রোমাটিভ

৯১. সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে তাকে কী বলে?

ক. পাজমিড খ. নিউক্লিওলাস

গ. ক্রোমোজোম ঘ. রিকম্বিনেন্ট DNA

৯২. এক ন্যানোমিটার সমান কত মিটার?

ক. 10-6 মিটার খ. 10-9 মিটার

গ. 10-8 মিটার ঘ. 10-7 মিটার

৯৩. কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়?

ক. জোহান্স মেন্ডেল

খ. লুই পাস্তুর

গ. রিচার্ড ফাইনম্যান

ঘ. মার্শাল ম্যাকলুয়ান

৯৪. কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের ভোগ্যপণ্য ছোট হতে থাকে?

ক. ট্রানজিস্টর প্রযুক্তি

খ. বায়ো প্রযুক্তি

গ. লিকুইড ক্রিস্টাল প্রযুক্তি

ঘ. সেমিকন্ডাক্টর প্রযুক্তি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮৫. ঘ ৮৬. খ ৮৭. খ ৮৮. ঘ ৮৯. খ ৯০. গ ৯১. ক ৯২. খ ৯৩. গ ৯৪. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা