তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৪৭. কোনো ডকুমেন্টের প্যারাগ্রাফ মার্জিনের কোন দিকে থাকবে, তা কীভাবে নির্ধারণ করা হয়?

ক. ফন্ট দ্বারা খ. আন্ডারলাইন দ্বারা

গ. এলাইনমেন্ট ঘ. ফরমেটিং দ্বারা

৪৮. লেখার আকার এক পয়েন্ট ছোট করতে কোন কি ব্যবহার করতে হবে?

ক. Ctrl+] খ. Ctrl+[

গ. Ctrl+e ঘ. Ctrl+p

৪৯. লেখার নিচে আন্ডারলাইন দিতে হলে কী চাপতে হবে?

ক. Ctrl b খ. Alt i

গ. Alt w ঘ. Ctrl u

৫০. লেখা বোল্ড করতে হলে কী চাপতে হবে?

ক. Ctrl+b খ. Ctrl+i

গ. Ctrl+w ঘ. Alt+u

৫১. কাট করতে হয় কীভাবে?

ক. Ctrl+c খ. Ctrl+r

গ. Ctrl+e ঘ. Ctrl+x

৫২. বিজয় কি-বোর্ডে দুটি অক্ষর পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘কি’ কোনটি?

ক. f খ. g

গ. a ঘ. b

৫৩. ওয়ার্ড প্রসেসর কী?

ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার

গ. ফর্মওয়্যার ঘ. ওএস

৫৪. ডকুমেন্টকে বাঁয়ে এলাইন করতে হলে কোনটি চাপতে হয়?

ক. Ctrl+c খ. Ctrl+r

গ. Ctrl+E ঘ. Ctrl+l

৫৫. কোন বাটন চাপলে ডকুমেন্ট প্রিন্ট হয়?

ক. Ctrl+c খ. Ctrl+r

গ. Ctrl+e ঘ. Ctrl+p

৫৬. কোন বাটন চাপলে ডকুমেন্ট Copy হয়?

ক. Ctrl+c খ. Ctrl+r

গ. Ctrl+e ঘ. Ctrl+p

৫৭. কোন বাটন চাপলে ডকুমেন্ট Paste হয়?

ক. Ctrl+v খ. Ctrl+R

গ. Ctrl+e ঘ. Ctrl+p

৫৮. কোন বাটন চাপলে মোছা লেখা ফিরে আসে?

ক. Ctrl+z খ. Ctrl+r

গ. Ctrl+e ঘ. Ctrl+p

৫৯. বিজয় সফটওয়্যারে কোন ফন্ট নির্বাচন করতে হয়?

ক. Times New Roman

খ. Sutonny MJ

গ. Saroda

ঘ. Sulekha

৬০. ইংরেজি লেখার জন্য কোন ফন্ট নির্বাচন করতে হয়?

ক. Times New Roman

খ. Sutonny MJ

গ. Saroda

ঘ. Sulekha

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪৭. গ ৪৮. খ ৪৯. ঘ ৫০. ক ৫১. ঘ ৫২. খ ৫৩. খ ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. ক ৫৭. ক ৫৮. ক ৫৯. খ ৬০. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল