পৌরনীতি ও সুশাসন-১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

২৭. কোন দেশের সাধারণ আইন প্রথানির্ভর?

ক. যুক্তরাষ্ট্রের

খ. বাংলাদেশের

গ. গ্রেট ব্রিটেনের

ঘ. ফ্রান্সের

২৮. নিচের কোনটিকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?

ক. গণতন্ত্র খ. ধর্মতন্ত্র

গ. সমাজতন্ত্র ঘ. রাজতন্ত্র

২৯. অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি ব্যবহৃত হয়?

ক. দেওয়ানি আইন,

খ. ফৌজদারি আইন

গ. আন্তর্জাতিক আইন

ঘ. সাংবিধানিক আইন

৩০. সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কোনটি?

ক. সত্তা খ. সমিতি

গ. আইন ঘ. প্রশাসন

৩১. নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা?

ক. চলাফেরার স্বাধীনতা

খ. নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার

গ. নিজ ধর্ম পালনের অধিকার

ঘ. কোনো দলকে কথা না দেওয়া

৩২. কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন?

ক. সামাজিক খ. আইনগত

গ. সাংস্কৃতিক ঘ. অর্থনৈতিক

৩৩. অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

ক. খেয়াল খুশিমতো খরচ করার সামর্থ

খ. বিপুল সম্পদের মালিকানা

গ. উচ্চশিক্ষা ও বিপুল অর্থের মালিকানা

ঘ. অভাব হতে মুক্তি

৩৪. সভ্য সমাজের মানদণ্ড কোনটি?

ক. গণতন্ত্র

খ. বিচার ব্যবস্থা

গ. সংবিধান

ঘ. আইনের শাসন

৩৫. পারিবারিক ও সম্পত্তি–সংক্রান্ত আইনের উৎস কোনটি?

ক. প্রথা

খ. ধর্মগ্রন্থ

গ. বিচারকের রায়

ঘ. রাষ্ট্রপতির নির্দেশ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল