প্রাথমিক বিজ্ঞান | সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায় ১০

প্রশ্ন: তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো।

উত্তর: তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তি হলো—পেনড্রাইভ, ডিভিডি, মেমোরি কার্ড।

প্রশ্ন: কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়?

উত্তর: মুঠোফোন, টেলিফোন, ক্যামেরা, চিঠি ইত্যাদি প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়। এ ছাড়া ই–মেইল, ফেসবুক , টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়।

প্রশ্ন: তথ্য কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: তথ্য আমাদের জ্ঞানভান্ডারকে আরও সমৃদ্ধ করে, নতুন কিছু শিখতে ও কী করতে হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: ইন্টারনেট কী?

উত্তর: ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী একটি বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি।

প্রশ্ন: বাংলাদেশে ব্যবহৃত তিনটি ‘Search engine’-এর নাম লেখো।

উত্তর: বাংলাদেশে ব্যবহৃত তিনটি ‘Search engine’ হলো গুগল (google) ইয়াহু (Yahoo) ও পিপীলিকা (pipilika)।

প্রশ্ন: তথ্য সংগ্রহে ব্যবহৃত হয় এমন দুটি প্রযুক্তির নাম লেখো।

উত্তর: তথ্য সংগ্রহে ব্যবহৃত হয় এমন দুটি প্রযুক্তির নাম হলো—

১. ইন্টারনেট ২. ফেসবুক।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


পারভীন সুলতানা, সহকারী শিক্ষক
মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা