প্রাথমিক বিজ্ঞান | সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায় ১০

প্রশ্ন: আবহাওয়া–সংক্রান্ত তথ্য বিনিময়ের দুটি গুরুত্ব লেখো।

উত্তর: আবহাওয়া–সংক্রান্ত তথ্য বিনিময়ের দুটি গুরুত্ব হলো—

১. এর ফলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে।

২. সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারবে।

প্রশ্ন: তথ্য বিনিময় কী?

উত্তর: তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদানপ্রদান করা হয়।

প্রশ্ন: তথ্য বিনিময়ের দুটি উপকার লেখো।

উত্তর: তথ্য বিনিময়ের দুটি উপকার হলো—

১. তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে সাহায্য করে।

২. এটি আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে।

প্রশ্ন: আইসিটির (ICT) পূর্ণরূপ লেখো

উত্তর: ICTএর পূর্ণ রূপ হচ্ছে Information and Communication Technology.

প্রশ্ন: গুগল কী?

উত্তর: গুগল একটি সার্চ ইঞ্জিন।

প্রশ্ন: তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয় এমন দুটি প্রযুক্তির নাম লেখো।

উত্তর: তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয় এমন দুটি প্রযুক্তি হলো—

১. পেনড্রাইভ ২. মেমোরি কার্ড।

প্রশ্ন: পিপীলিকা কী?

উত্তর: পিপীলিকা একটি সার্চ ইঞ্জিন।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


পারভীন সুলতানা, সহকারী শিক্ষক
মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা