বাংলা | প্রশ্নোত্তর

রৌদ্র লেখে জয়

প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।

বর্গি, হানাদার, খাজনা

উত্তর:

শব্দ অর্থ

বর্গি মারাঠা দস্যু।

হানাদার আক্রমণকারী।

খাজনা কর বা ট্যাক্স।

প্রশ্ন: শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

হানাদারদের, বর্গি, খাজনা

ক. সরকারকে দেওয়া সব নাগরিকের কর্তব্য।

খ. বহু পূর্বে বাংলায় এসে হানা দিত, মানুষ মারত, ধনসম্পদ লুট করত।

গ. পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিলেন।

উত্তর:

ক. সরকারকে খাজনা দেওয়া সব নাগরিকের কর্তব্য।

খ. বহু পূর্বে বাংলায় বর্গি এসে হানা দিত, মানুষ মরত, ধনসম্পদ লুট করত।

গ. হানাদারদের পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিলেন।

প্রশ্ন: ‘বর্গি এল খাজনা নিতে, মানুষ মারল কত’—এ কথা দিয়ে কী বোঝানো হয়েছে?

উত্তর:

বর্গিরা খাজনা নেওয়ার নাম করে এ দেশে এসে মানুষ মেরে, লুটতরাজ করে ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে বাঙালির ধনসম্পদ নিয়ে পালিয়ে যেত। লাইনটিতে এ কথাই বোঝানো হয়েছে।

প্রশ্ন: কাদের কথা এ দেশের মানুষ কখনো ভুলবেনা?

উত্তর:

মুক্তিযোদ্ধাদের কথা এ দেশের মানুষ কখনো ভুলবে না। কারণ, তাঁরাই হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের এ দেশ থেকে বিতাড়িত করেছিলেন।

প্রশ্ন: ‘মা হয়ে যায় দেশের মাটি, তার বুকেতেই থাকা।’ কথাগুলো দিয়ে কী বোঝানো হয়েছে?

উত্তর: মা ও মাতৃভূমি সমান গর্বের, সমান আনন্দের। মায়ের সমতূল্য মাতৃভূমিতেই আমাদের বসবাস। একথাই এখানে বোঝানো হয়েছে।

প্রশ্ন: বর্গি কারা? তারা কী করেছিল?

উত্তর: মারাঠা দস্যুদের বর্গি বলা হয়। বর্গিরা যেসব অন্যায় করত তা হচ্ছে—

তারা এ দেশের মানুষের ধনসম্পদ লুট করে নিত, অসহায় মানুষদের কাছ থেকে কঠোরভাবে খাজনা আদায় করত এবং তাদের মেরে ফেলত।

প্রশ্ন: হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না?

উত্তর: হানাদারদের কথা মানুষ ভুলবে না, তার কারণ হলো—

হানাদাররা বাংলার মানুষদের স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিল। যুদ্ধের সময় তারা লাখ লাখ বীর সেনা ও অসহায় মানুষকে হত্যা করেছিল।

প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না কেন?

উত্তর: মুক্তিযোদ্ধারা বাংলাদেশের বীর সন্তান। মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। কারণ, তাঁরাই হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন। হানাদার বাহিনীকে এ দেশ থেকে তাড়িয়েছিলেন। তাঁদের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

প্রশ্ন: মুক্তিসেনারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং কেন?

উত্তর: মুক্তিসেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

বাংলাদেশ দীর্ঘদিন পাকিস্তানিদের অধীনে ছিল। পাকিস্তানি শাসকেরা বহুবছর ধরে এ দেশের মানুষের ওপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে। পাকিস্তানি শাসকেরা বাঙালির স্বাধীনতা, ভাষা ও ন্যায্য অধিকার থেকে চিরদিনের জন্য বঞ্চিত করতে চেয়েছিল। প্রিয় মাতৃভূমিকে এ অবস্থা থেকে রক্ষা করার জন্য মুক্তিসেনারা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছিলেন।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা