বাংলা ২য় পত্র | বাক্যের রূপান্তর

প্রশ্ন ৭

১. লোভ পরিত্যাগ করো, তুমি সুখে থাকবে। (সরল)

২. পড়াশোনা করলে জীবনে উন্নতি করতে পারবে। (যৌগিক)

৩. দোষ করেছ অতএব শাস্তি পাবে। (মিশ্র)

৪. ব্যাপারটা অবিশ্বাস্য। (নেতিবাচক)

৫. এমন লোক নেই, যিনি দেশকে ভালোবাসেন না। (অস্তিবাচক)

৬. পিতা যখন আছেন পুত্রকে খোঁজ কেন? (যৌগিক)

৭. শৈশবে তাঁর বাবা মারা যান। (প্রশ্নবোধক)

৮. টাকায় কি সবই হয়? (নেতিবাচক)

উত্তর

১. লোভ পরিত্যাগ করলে তুমি সুখে থাকবে।

২. পড়াশোনা করো, জীবনে উন্নতি করতে পারবে।

৩. যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

৪. ব্যাপারটা বিশ্বাস্য নয়।

৫. সবাই দেশকে ভালোবাসে।

৬. পিতা আছেন, সুতরাং পুত্রকে খোঁজ কেন?

৭. তাঁর বাবা কি শৈশবে মারা যান?

৮. টাকায় হয় না এমন কিছু আছে কি?

প্রশ্ন ৮

১. তিনি ধনী হয়েও অসুখী ছিলেন। (নেতিবাচক)

২. রহিমের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)

৩. তুমি ধনী কিন্তু উদার নও। (জটিল)

৪. অল্প লোকই বেদের অর্থ বুঝত। (নেতিবাচক)

৫. দয়া করে সব খুলে বলুন। (যৌগিক)

৬. সে মরবে, তবুও এ কথা বলবে না। (জটিল)

৭. তাদের যে দৃষ্টি, তাতে সামান্য বিস্ময়ের ভাব। (সরল)

৮. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। (প্রশ্নবাচক)

উত্তর

১. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না।

২. রহিম অসুস্থ।

৩. যদিও তুমি ধনী, তথাপি তুমি উদার নও।

৪. অনেকেই বেদের অর্থ বুঝত না।

৫. দয়া করুন এবং সব খুলে বলুন।

৬. যদি তার মৃত্যুও হয় তবুও সে এ কথা

বলবে না।

৭. তাদের দৃষ্টিতে সামান্য বিস্ময়ের ভাব।

৮. এ কথা কোনো বাপ কি ভদ্র সমাজে কবুল করিতে চাহিত?

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা