বাংলাদেশ ও বিশ্বপরিচয় | প্রশ্নোত্তর

অধ্যায় ৬

অল্প কথায় উত্তর দাও।

প্রশ্ন: দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো।

উত্তর: বিভিন্ন কারণে দুর্যোগসহ ঘটনা ঘটে থাকে। এর মধ্যে প্রাকৃতিক দুটি কারণ হলো:

ক. জলবায়ুর পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়ে যায়। যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা ইত্যাদি।

খ. প্রাকৃতিক অবস্থানের কারণেও পৃথিবীর কোনো কোনো দেশে ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ইত্যাদি ঘটে থাকে।

প্রশ্ন: দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো।

উত্তর: মানুষের কারণেও দুর্যোগের ঘটনা ঘটে থাকে। দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ হলো—

ক. শিল্পকারখানা এবং যানবাহনের ধোঁয়া

খ. নির্বিচারে গাছপালা কেটে ফেলা।

প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো।

উত্তর: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ হলো:

ক. নির্বিচারে গাছপালা কেটে ফেলা

খ. কারখানা ও যানবাহনের ধোঁয়া

গ. জীবাশ্ম জ্বালানীর ব্যবহার।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

রাবেয়া সুলতানা, িশক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা