বাংলাদেশ ও বিশ্বপরিচয় | সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায় ১১

প্রশ্ন: কোন জনগোষ্ঠী বাড়িতে অতিথি এলে পান-সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে? তাদের প্রধান দেবতার নাম কী?

উত্তর: খাসি জনগোষ্ঠী বাড়িতে অতিথি এলে পান-সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে। তাদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ, যাঁকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে।

প্রশ্ন: খাসি নৃ-গোষ্ঠী কোন এলাকায় বাস করে?

উত্তর: খাসি নৃ-গোষ্ঠী বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বাস করে। অতীতে সিলেটে জয়ন্তা বা জৈন্তিয়া নামে একটি রাজ্যে বাস করত বলে ধারণা করা হয়।

প্রশ্ন: খাসি জনগোষ্ঠীর উৎসব সম্পর্কে লেখো।

উত্তর: খাসি জনগোষ্ঠী বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করে থাকে। যেমন পূজা-পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি উপলক্ষে অনুষ্ঠানে নাচ–গান করে থাকে।

প্রশ্ন: ম্রো জনগোষ্ঠীর পরিবারের প্রধান কে এবং এদের বাড়ি কী দিয়ে তৈরি?

উত্তর: ম্রো জনগোষ্ঠীর পরিবারের প্রধান হলেন পিতা এবং তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ। ম্রোদের বাড়িকে কিম বলে এবং এগুলো বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার ওপর তৈরি করা হয়।

প্রশ্ন: ম্রো জনগোষ্ঠীর পোশাক ও খাদ্যের নাম লেখো ।

উত্তর: ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই। পুরুষেরা খাটো সাদা পোশাক পরেন। ম্রোদের প্রধান খাদ্য ভাত, শুঁটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস এবং তাদের অন্যতম খাবারের নাম নাপ্পি।

প্রশ্ন: ম্রোদের উৎসব কেমন হয়?

উত্তর: জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচার-উৎসব পালন করে। ম্রো সমাজের রীতি অনুযায়ী শিশুদের বয়স ৩ বছর হলে ছেলে ও মেয়ে উভয়কেই কান ছিদ্র করে দেওয়া হয়।

প্রশ্ন: ত্রিপুরা জনগোষ্ঠীর মোট কয়টি দফা রয়েছে এবং এরা কোথায় বাস করে?

উত্তর: ত্রিপুরা জনগোষ্ঠীর মোট ৩৬টি দফা আছে। এর মধ্যে ১৬টি বাংলাদেশে। বাকি ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে।

প্রশ্ন: ত্রিপুরাদের ধর্ম সম্পর্কে দুটি বাক্য লেখো।

উত্তর: ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী। তবে বেশির ভাগই হিন্দুধর্মাবলম্বী এবং শিব, কালীপূজা ও কিছু দেব-দেবীর উপাসনাও করে। যেমন গ্রামের সব লোক মঙ্গলের জন্য ‘কের’ পূজা করেন?


বাকি অংশ ছাপা হবে আগামীকাল