বাংলাদেশ ও বিশ্বপরিচয় | সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায় ১১

প্রশ্ন: ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজব্যবস্থা কেমন?

উত্তর: বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন।

প্রশ্ন: ‘বিজু’ কাদের নববর্ষের উৎসব এবং এ উৎসবে কী কী হয়?

উত্তর: ‘বিজু’ ত্রিপুরা জনগোষ্ঠীর নববর্ষের উৎসব। এ উৎসবের সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন। গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন।

প্রশ্ন: ওঁরাওদের সমাজব্যবস্থা কেমন?

উত্তর: ওঁরাও সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক। ওরাঁওদের গ্রামপ্রধানকে মাহাতো বলা হয়। তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে, যা পাতহো নামে পরিচিত।

প্রশ্ন: ওরাঁওরা কোন কোন অঞ্চলে বাস করে এবং এদের প্রধান উৎসবের নাম কী?

উত্তর: ওরাঁও জনগোষ্ঠীর বেশির ভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে। ওরাঁওদের প্রধান উৎসবের নাম কারাম, ভাদ্র মাসের উদিত চাঁদে ও শুক্লপক্ষের একাদশী তিথিতে এ উৎসব পালন করা হয়।

অধ্যায় ১২

প্রশ্ন: জাতিসংঘ কেন এবং কোথায় গঠিত হয়?

উত্তর: বিশ্বের দেশগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলদ্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। এর মূল লক্ষ্য বিশ্বশান্তি প্রতিষ্ঠা।

প্রশ্ন: বর্তমানে জাতিসংঘের সদস্যসংখ্যা কত? বাংলাদেশ কত সালে এর সদস্যপদ লাভ করে?

উত্তর: বর্তমানে জাতিসংঘের সদস্যসংখ্যা ১৯৩। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ কী?

উত্তর: জাতিসংঘের সাধারণ পরিষদে বিভিন্ন শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয়। প্রতিবছর একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হন।

প্রশ্ন: জাতিসংঘের কোন শাখা প্রশাসনিক কাজ পরিচালনা করে। বর্তমান মহাসচিবের নাম কী?

উত্তর: সচিবালয় জাতিসংঘের প্রধান একটি শাখা। এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা