বাংলাদেশ ও বিশ্বপরিচয় | সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায় ১১

প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের কাজ কী?

উত্তর: সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যেকোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। ২০১২ সালে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে একটি বিরোধে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়।

প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ কী?

উত্তর: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক, অর্থনৈতিক সমস্যা, যেমন দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে।

প্রশ্ন: জাতিসংঘের কোন শাখা বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে? এই সংস্থার সদস্য কারা?

উত্তর: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে। এর পাঁচটি সদস্য রাষ্ট্র হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন।

প্রশ্ন: জাতিসংঘের দুটি উদ্দেশ্য লেখো?

উত্তর: জাতিসংঘের দুটি উদ্দেশ্য হচ্ছে:

১. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা

২. বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।

প্রশ্ন: CASE কী? এর লক্ষ্য কী?

উত্তর: CASE হলো Clean Air and Sustainable Environment (কেস: বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ)। এর লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা।

প্রশ্ন: UNDP-এর কাজ কী?

উত্তর: ইউএনডিপির মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন করা। বাংলাদেশে পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কাজ করে।

প্রশ্ন: ইউনিসেফের পুরো নাম কী এবং এর সদর দপ্তর কোথায়?

উত্তর: ইউনিসেফের পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত।

প্রশ্ন: ইউনিসেফের কাজগুলো কী?

উত্তর: ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান ইত্যাদি কাজ করে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা