ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৯

৪৬. ধৈর্যশীলতা বিক্রয়কর্মীর কোন ধরনের গ​ুণাবলি?

ক. শারীরিক খ. মানসিক

গ. নৈতিক ঘ. ব্যক্তিবাচক

৪৭. টমেটোর বিক্রয় বণ্টন প্রণালি হলো—

i. উৎপাদক–ভোক্তা

ii. উৎপাদক–খুচরা ব্যবসায়–ভোক্তা

iii. উৎপাদক–পাইকার–খুচরা ব্যবসায়ী–ভোক্তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শামীম অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি করে সংরক্ষণ করেন। এরপর চাহিদা বৃদ্ধি পেলে তা বিপণন করেন।

৪৮. শামীম কীভাবে আমদানিকৃত ছোলা সংরক্ষণ করেন?

ক. প্যাকিংয়ের মাধ্যমে

খ. গুদামজাতকরণের মাধ্যমে

গ. পরিবহনের মাধ্যমে

ঘ. পাইকারের মাধ্যমে

৪৯. অস্ট্রেলিয়ার উৎপাদিত ছোলা বাংলাদেশে ভোগ করতে পারার কারণ কী?

ক. পরিবহনের কারণে

খ. বিজ্ঞাপনের কারণে

গ. গুদামজাতকরণের কারণে

ঘ. প্রমিতকরণের কারণে

উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নাজিম তাঁর ৫০ একর জমিতে আলু চাষ করেন। তিনি মধ্যস্থতাকারীর মাধ্যমে তাঁর উৎপাদিত আলু ভোক্তাদের নিকট পৌঁছে দেন। মি. নাজিম সকল আলু একসঙ্গে বিক্রয় না করে পরবর্তী সময়ের জন্য মজুত করে রাখেন।

৫০. নাজিমের একসঙ্গে আলু বিক্রয় না করে পরবর্তী সময়ের জন্য আলু মজুত রাখার প্রক্রিয়া কোনটির অন্তর্ভুক্ত?

ক. মজুদকরণ খ. গুদামজাতকরণ

গ. পর্যায়িতকরণ ঘ. প্রমিতকরণ

৫১. নাজিমের উৎপাদিত আলু ভোক্তাদের চাহিদা মিটিয়ে থাকে—

i. ভোক্তাদের সারা বছর আলু সরবরাহ করে

ii. আলু উৎপাদনের সময় আলু সরবরাহ করে

iii. আলু মজুদ করে সময়মতো সরবরাহ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৫২. শীতকালে উৎপাদিত টমেটো সারা বছর সরবরাহের জন্য বিপণনকে কোন কাজটি করতে হবে?

ক. প্রমিতকরণ

খ. প্রক্রিয়াজাতকরণ

গ. গুদামজাতকরণ ঘ. পর্যায়িতকরণ

৫৩. নষ্ট বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য পণ্য কী করা হয়?

ক. মোড়কিকরণ খ. গুদামজাতকরণ

গ. প্রমিতকরণ ঘ. পর্যায়িতকরণ

৫৪. বিপণনের প্রধান কাজ কয়টি?

ক. ৪টি খ. ৬টি

গ. ৯টি ঘ. ১০টি

৫৫. কোনটি বিপণনের আওতায় পড়ে?

ক. উৎপাদন খ. ক্রয়-বিক্রয়

গ. ঋণ গ্রহণ ঘ. শেয়ার হস্তান্তর

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৪৬.খ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. ক ৫০ খ ৫১. খ ৫২. গ ৫৩. ক ৫৪. গ ৫৫. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল