সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

২০. সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্যগুলোর মূল ভিত্তি কী?

ক. ব্যক্তি ও পরিবেশের সম্পর্ক

খ. সামাজিক মিথষ্ক্রিয়া

গ. সামাজিক সম্পর্ক

ঘ. সামাজিক ভূমিকা

২১. সাহায্যার্থীর অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়?

ক. ব্যক্তির নৈতিকতা

খ. ব্যক্তির সুপ্ত প্রতিভা ও দক্ষতা

গ. ব্যক্তির মূল্যবোধ

ঘ. ব্যক্তির সততা

২২. সমাজের বৃহত্তর কল্যাণে সমাজকর্ম কীভাবে জনগণকে সব কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানবসম্পদ উন্নয়নে ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও প্রতিভার বিকাশ সাধন করার লক্ষ্যে কাজ করে থাকে?

ক. নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে

খ. নেতৃত্ব দানের মাধ্যমে

গ. রাজনৈতিক দল সৃষ্টির মাধ্যমে

ঘ. সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে

২৩. পরিবর্তনশীল সামাজিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে মানুষকে কোনটি

সাহায্য করে?

ক. সমাজকর্ম

খ. সমাজবিজ্ঞান

গ. আইন পেশা

ঘ. পৌরনীতি ও সুশাসন

২৪. সুইডেন, নরওয়ের মতো দেশগুলোর প্রতি লক্ষ করলে দেখা যায়, তারা কাঙ্ক্ষিত ও গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে। সমাজকর্মের দৃষ্টিতে তাদের এ অবস্থায় পৌঁছার যৌক্তিক কারণ কী?

ক. পরিকল্পিত উপায়ে কর্মসূচি পরিচালনা

খ. জনসংখ্যার তুলনায় সম্পদ বেশি হওয়া

গ. উন্নত বিশ্বের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া

ঘ. দক্ষ জনগোষ্ঠী থাকা

২৫. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতির তাৎপর্য হলো—

i. ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে

ii. সমস্যা সমাধানে ব্যক্তির সাহায্য সহযোগিতা পাওয়া যায়

iii. সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ন সহজ হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. সমাজকর্মের মূল লক্ষ্য কী?

ক. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা

খ. সামাজিক সম্পর্কের উন্নয়ন করা

গ. সামাজিক ভূমিকার উন্নয়ন

ঘ. সামাজিক মিথস্ক্রিয়া সৃষ্টি

সঠিক উত্তর

অধ্যায় ১: ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. ঘ ২৬. ক