হাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ রোববার থেকে শুরু হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ২৩টি ডিগ্রির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ন্যূনতম ৩৫ নম্বর ও কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ৩০ নম্বর পেতে হবে। এ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সব অনুষদভুক্ত বিভাগের জন্য বিবেচিত হবেন। বি ও সি ইউনিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদভুক্ত ডিগ্রির জন্য বিবেচিত হবেন। শুধু ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ৫০ নম্বর এবং পৃথক ড্রয়িং পরীক্ষায় অংশ নিতে হবে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

চলতি বছর এই বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত আসন (আসনসংখ্যা ১ হাজার ৬৮৫) ছাড়াও মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও পোষ্য শিক্ষার্থী কোটা সংরক্ষিত থাকবে। এ ছাড়া প্রতিবন্ধী কোটায় একটি করে ও বিকেএসপি কোটায় পাঁচটি করে আসন সংরক্ষিত থাকবে। উপরিউক্ত শিক্ষার্থীর সংখ্যার অতিরিক্ত হিসেবে বিদেশি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৮০টি আসন সংরক্ষিত থাকবে।

এই লিংকে আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানা যাবে।