হিসাববিজ্ঞান ১ম পত্র | জ্ঞানমূলক প্রশ্ন

অধ্যায় ২

প্রশ্ন: হিসাব সমীকরণ কাকে বলে?

উত্তর: লেনদেনের দ্বৈতসত্তার ওপর ভিত্তি করে আধুনিক হিসাববিজ্ঞানীরা প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের সমতা বিধানসংক্রান্ত যে গাণিতিক সূত্র উদ্ভাবন করেছেন, তাকে হিসাব সমীকরণ বলে। এই সমীকরণের মূল কথা হলো, প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ ওই সম্পত্তির ওপর বিভিন্ন পক্ষের মোট দাবির সমান হবে।

প্রশ্ন: সমাপনী দাখিলা কী?

উত্তর: হিসাব বইয়ের নামিক হিসাবসমূহ বন্ধ করে সমন্বিত রেওয়ামিল তৈরি করার জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়। আর্থিক অবস্থার বিবরণী প্রণয়নের সময় নামিক বা আয়-ব্যয় বাচক হিসাবসমূহের জের বা উদ্বৃত্ত নির্দিষ্ট হিসাবে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হয়। যেসব দাখিলার মাধ্যমে নামিক হিসাবসমূহ বন্ধ করা হয়, ওই সব দাখিলাকে সমাপনী দাখিলা বলে।

প্রশ্ন: আয় বিবরণী কী?

উত্তর: উৎপাদিত দ্রব্যের বিক্রয় হতে উৎপাদন খরচ ও বিক্রয় খরচ বাদ দিয়ে মোট আয় হতে বিপণন খরচ, প্রশাসনিক খরচ ইত্যাদি বাদ দিয়ে নিট আয় বের করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, তাকে আয় বিবরণী বলা হয়।

প্রশ্ন: মালিকানা স্বত্ব বিবরণী কী?

উত্তর: কারবার প্রতিষ্ঠানের মালিক তার নিজস্ব স্বত্বার অংশ আলাদাভাবে জানতে আগ্রহী। মালিকানা স্বত্ব জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, তাকে মালিকানা স্বত্ব বিবরণী বলা হয়।

প্রশ্ন: উদ্বৃত্তপত্র কী?

উত্তর: হিসাব সমীকরণের তিনটি উপাদান সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব যে ছকে প্রদর্শিত হয়, তাকে উদ্বৃত্তপত্র বলা হয়।

প্রশ্ন: নগদ প্রবাহ বিবরণী কী?

উত্তর: সহজ অর্থে নগদ প্রবাহ বিবরণী হলো নগদ অর্থের আগমন ও নির্গমনসংক্রান্ত তথ্যের বিবরণী। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের কোন কোন উৎস হতে কীভাবে নগদ অর্থের আগমন ঘটছে, আবার কোন কোন ক্ষেত্রে ওই নগদকে কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয়, তাকে নগদ প্রবাহ বিবরণী বলা হয়।

প্রশ্ন: সম্পত্তি কী?

উত্তর: প্রতিষ্ঠানের মালিকানাধীন উপাদানসমূহ, যার অর্থনৈতিক সুবিধা আছে এবং উপযোগ সৃষ্টিতে সহায়তা করে, তাকে সম্পদ বলে। যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, ব্যাংকে জমা ও প্রাপ্য হিসাব ইত্যাদি। সম্পত্তি সাধারণত ডেবিট জের নির্দেশ করে। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট করতে হবে।


বাকি অংশ ছাপা হবে আগামীকাল