হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

২১. রেওয়ামিলে ভাড়া ১৮,০০০ টাকা। বছর শেষে ভাড়া ১/৫ অংশ অপ্রদত্ত থাকলে, ভাড়া বাবদ ব্যয় কত টাকা?

ক. ৩,৬০০ খ. ৪,৫০০

গ. ২১,৬০০ ঘ. ২২,৫০০

২২. মঞ্জু লিমিটেডের রেওয়ামিলে প্রাপ্য হিসাব ২,৫০,০০০ টাকা। উক্ত প্রাপ্য হিসাবে ৫,০০০ টাকা আদয়যোগ্য নয়। ৫% হারে কুঋণ সঞ্চিতি সৃষ্টি করা হলে কুঋণ সঞ্চিতির পরিমাণ কত?

ক. ১২,৭৫০ টাকা খ. ১২,৫০০ টাকা

গ. ১২,২৫০ টাকা ঘ. ১২,০০০ টাকা

২৩. রেওয়ামিলে ভ্যাটসহ ক্রয়মূল্য দেওয়া আছে ২,৮৭,০০০ টাকা এবং ক্রয় ফেরত ৭,০০০ টাকা। ক্রয় ভ্যাটের পরিমাণ কত?

ক. ৩৫,০০০ টাকা খ. ৩৬,৫২২ টাকা

গ. ৪২,০০০ টাকা ঘ. ৪৩,০৫০ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১. ঘ ২২. গ ২৩. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা