default-image

শাকিব খান, আরিফিন শুভ থেকে শুরু করে চলচ্চিত্রের অনেক তারকারই নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন আরেক চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ। পবিত্র ঈদুল আজহার দিন রাতে ‘সিয়াম আহমেদ’ নামে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়।

সিয়াম বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপের আগেই ভক্তদের কাছে ইউটিউব চ্যানেলের চাহিদা ছিল। মহামারির সময় সে আগ্রহ আরও বেশি দেখা গেছে। আমার ব্যক্তিজীবন, কাজের পেছনের গল্পসহ নানা বিষয় নিয়ে ভক্তরা জানতে চান। কিন্তু সময়ের অভাবে কাজটি করা হচ্ছিল না। করোনাকালে দীর্ঘ সময় হাতে পেয়েছি। সুযোগটা কাজে লাগালাম।’

সিয়াম আরও বলেন, ‘বেশির ভাগ ভক্তই ব্যক্তিজীবন নিয়ে জানতে চান, দেখতে চান। এ ছাড়া আমার যেকোনো শুটিংয়ের পেছনের গল্পগুলো নিয়ে এপিসোড থাকবে। কখনো কখনো একটি সিনেমার কাজের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত যে শ্রম দিতে হয়, সেই বিষয়গুলোও রাখার চেষ্টা করব।’

default-image

নতুন চ্যানেলে এখনো কোনো কনটেন্ট প্রকাশ করেননি এই অভিনেতা। প্রথম কনটেন্ট দিয়েই চমক দিতে চান ভক্তদের। সিয়াম বলেন, ‘প্রথম কনটেন্টটা আমার আর অবন্তীকে নিয়ে করা। আমাদের আট বছরের প্রেমের গল্প বলা হবে এখানে। নাম দিয়েছি “আমাদের গল্প”। সম্পর্কের দিনগুলোতে আনন্দ, রাগ, অভিমানসহ নানা বিষয় উঠে আসবে। কীভাবে আমরা সময়গুলো কাটিয়েছি, সব থাকবে। শুটিং হয়ে গেছে। শিগগিরই কনটেন্টটি চ্যানেলটিতে উঠবে।’

সিয়াম জানান, দর্শক যদি পছন্দ করেন, তাহলে চ্যানেলটির জন্য কিছু কাহিনিচিত্রও তৈরির ভাবনা আছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0