আজকের অনুষ্ঠান

মুক্তিযুদ্ধ জাদুঘর একাত্তরের প্রামাণ্যচিত্র নাইন মান্থস টু ফ্রিডম। পরিচালনা করেছেন এস সুখদেব। তাঁর সহকারী তপন বোস আজ সেই ছবির নির্মাণ-অভিজ্ঞতার ওপর আলোকপাত করবেন। বিকেল সাড়ে চারটায়। ছায়ানট সংস্কৃতি-ভবন ছায়ানটের মাসিক শ্রোতার আসর। আজকের শিল্পী স্বপন দত্ত, জিবিনা সঞ্চিতা হক, সঞ্জয় কবিরাজ ও অনিমা রায়। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে। সন্ধ্যা সাতটায়।উদীচী চত্বর (তোপখানা রোড) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, গণসংগীত, আবৃত্তি ও বাউলগানের আসর। বিকেল পাঁচটায়।দৃক গ্যালারি সিল্ক পেইন্টিং প্রদর্শনী। এঁকেছে যুক্তরাজ্যের টমাস বাক্সটন জুনিয়র স্কুল লন্ডনের ৭ থেকে ১১ বছর বয়সী ছেলেমেয়ে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। বেঙ্গল শিল্পালয় গুলশান হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী ‘প্রকৃতির রং, জীবনের ছন্দ’। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নওশাবা ডালিয়ার একক চিত্র প্রদর্শনী ‘কিশলয়’। জয়নুল গ্যালারি-১। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র ইউ মি ঔর হাম ছবির প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায়।স্টার সিনেপ্লেক্স ট্রান্সপোর্টার-৩; বেলা ১১টা ১৫, দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। স্লামডগ মিলিয়নিয়ার; বেলা ১১টা, একটা ৩০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটায়। কোয়ান্টাম অব সোলেস; সকাল ১০টা ৫০, বিকেল চারটায়। মনপুরা; বেলা একটায়।