আজ মুক্তি পাচ্ছে না ‘প্রিয়তমেষু’

আজ শুক্রবার ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ডিজিটাল চলচ্চিত্র প্রিয়তমেষু। কিন্তু তা হচ্ছে না। ছবির পরিচালক মোরশেদুল ইসলাম বলেন, ‘চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির আপত্তির কারণে ছবিটি আজ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। শুনেছি, সমিতি থেকে প্রেক্ষাগৃহের মালিকদের কাছে ছবিটি প্রদর্শন না করার জন্য চিঠি দেওয়া হয়েছে। এরপর আমি সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করেছি। সমিতির কাছে ১৩ নভেম্বর মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে একটি চিঠি দেওয়া হয়েছে।’ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘পদ্ধতিগতভাবে মোরশেদুল ইসলামের ছবির প্রযোজককে আগে এই সমিতির সদস্য হতে হবে। তারপর আমরা বিষয়টি বিবেচনা করব। আগামী শনিবার এ বিষয়ে প্রযোজক-পরিবেশক সমিতির কার্যকরী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।’