
কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। গতকাল বুধবার সন্ধ্যায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে দুই মাসব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় যুক্তরাষ্ট্রের রন ক্লিমেন্টস ও জন মুস্কার পরিচালিত ‘মোয়ানা’।
উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মোরশেদুল ইসলামের ছবি ‘আঁখি ও তাঁর বন্ধুরা’। ৩০ সেপ্টেম্বর উৎসবের শেষ দিন নন্দনে ছবিটি দেখানো হবে। তবে এবারের এ উৎসবে স্থান পায়নি কোনো ভারতীয় ছবি।
কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এ সময় উপস্থিত ছিলেন উৎসবের আয়োজক কলকাতার ‘সিনে সেন্ট্রাল’-এর সভাপতি শ্যামল সেনসহ কলকাতার বিশিষ্টজনেরা। উৎসবে যোগ দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিশুশিল্পীরা।

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের এটি ১৮তম আসর। উৎসবের উদ্বোধন করে কেশরীনাথ ত্রিপাঠি বলেন, ‘ভারতবর্ষে শিশু চলচ্চিত্রের এ উৎসব করে আসছে কলকাতার সিনে সেন্ট্রাল। এটা একটা অনন্য নজির। প্রতিবছর এ উৎসবের মাধ্যমে শিশুরা অনুপ্রাণিত হয়। তারা দেশ-বিদেশের ছবি দেখার সুযোগ পায়।’
কলকাতার আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ১৭ দেশের ৩২টি শিশু চলচ্চিত্র প্রদর্শিত হবে। এসব দেশের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সুইডেন, বেলারুশ, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, ইরান ও বাংলাদেশ।