কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বুধবার কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে দুই মাসব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বুধবার কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে দুই মাসব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। গতকাল বুধবার সন্ধ্যায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে দুই মাসব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় যুক্তরাষ্ট্রের রন ক্লিমেন্টস ও জন মুস্কার পরিচালিত ‘মোয়ানা’। 

উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মোরশেদুল ইসলামের ছবি ‘আঁখি ও তাঁর বন্ধুরা’। ৩০ সেপ্টেম্বর উৎসবের শেষ দিন নন্দনে ছবিটি দেখানো হবে। তবে এবারের এ উৎসবে স্থান পায়নি কোনো ভারতীয় ছবি।

কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এ সময় উপস্থিত ছিলেন উৎসবের আয়োজক কলকাতার ‘সিনে সেন্ট্রাল’-এর সভাপতি শ্যামল সেনসহ কলকাতার বিশিষ্টজনেরা। উৎসবে যোগ দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিশুশিল্পীরা।

কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ছবি: ভাস্কর মুখার্জি

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের এটি ১৮তম আসর। উৎসবের উদ্বোধন করে কেশরীনাথ ত্রিপাঠি বলেন, ‘ভারতবর্ষে শিশু চলচ্চিত্রের এ উৎসব করে আসছে কলকাতার সিনে সেন্ট্রাল। এটা একটা অনন্য নজির। প্রতিবছর এ উৎসবের মাধ্যমে শিশুরা অনুপ্রাণিত হয়। তারা দেশ-বিদেশের ছবি দেখার সুযোগ পায়।’

কলকাতার আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ১৭ দেশের ৩২টি শিশু চলচ্চিত্র প্রদর্শিত হবে। এসব দেশের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সুইডেন, বেলারুশ, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, ইরান ও বাংলাদেশ।