ঈদের দিনে তারকারা

করোনায় দুই বছর ঘরবন্দী ঈদ উদ্‌যাপনের পর এবার মুক্তির আনন্দ পেলেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন তাঁরা।

১ / ১২
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের দুটি সিনেমা। কিন্তু এই সময়ে তিনি নেই দেশে। এবারের ঈদ কেটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকে তিনটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ফুটে থাকা রঙিন চেরি ফুলের গাছের সামনে দাঁড়িয়ে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাদা ট্রাউজার ও হুডি পরা হাস্যোজ্বল সেই ছবিগুলোর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ আজ এবং প্রতিদিন আপনার ও আপনার পরিবারের প্রতি সদয় হোন। আপনাদের সবাইকে ভালোবাসি।’
ছবি : শাকিব খানের সৌজন্যে
২ / ১২
ঈদের দিন বিকেলে একটি ছবি পোস্ট করে জয়া আহসান জানিয়েছেন, ‘ঈদ মোবারক আমার প্রিয় বন্ধু এবং পরিবারকে।’
ছবি : সংগৃহীত
৩ / ১২
দুই ছেলে রণ ও রুদ্র এবং স্ত্রী মিতুকে নিয়ে একটি ছবি পোস্ট করে জনপ্রিয় গায়ক আসিফ আকবর লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম…’
ছবি : ফেসবুক
৪ / ১২
অভিনয়শিল্পী তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত পরিবার নিয়ে এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। সম্প্রতি মেয়ের পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে সেখানে গেছেন সস্ত্রীক আবুল হায়াত, সে হিসেবে তাঁদের এবারের ঈদ কাটছে নিউইয়র্কে। ঈদের দিন সকালে আবুল হায়াতের তোলা সেলফিতে নিউইয়র্কের বাড়ির সামনে এভাবে ধরা দেন তৌকীর-বিপাশাসহ তাঁদের পরিবারের অন্য সদস্যরা।
ছবি : ফেসবুক
৫ / ১২
ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে ঈদ মোবারক জানিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা।
ছবি : ফেসবুক
৬ / ১২
ছেলে আইজান নেহানকে নিয়ে নিজের ফেসবুকে ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার সিডনি থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।
ছবি : ফেসবুক
৭ / ১২
চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী লাল শাড়ি পরিহিত একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। তিনি এ-ও লিখেছেন, ‘আজকে ঈদের শাড়ি-জামা পরার মুড কিংবা অবস্থা নাই। কিন্তু হসপিটাল থেকে রুমকি পার্সেল করে ঈদের লাল শাড়ি পাঠাইসে। এটা না পরে উপায়ও নাই। সবার ঈদ ভালো হোক।’
ছবি : ফেসবুক
৮ / ১২
ঈদের দিন বিকেলে দুটি ছবি পোস্ট করে সংগীতশিল্পী কোনাল লিখেছেন, ‘ঈদ মোবারক কো লাভারস। নিরাপদ, আনন্দময় এবং সংগীতময় ঈদ কাটুক। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’
ছবি : ফেসবুক
৯ / ১২
এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান হাস্যোজ্জ্বল ছবিটি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ছবি : ফেসবুক
১০ / ১২
মা-বাবা, একমাত্র ছোট বোনসহ একটি ছবি পোস্ট করে ছোটপর্দার অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘ঈদ মোবারক ফ্রম মাইন টু ইয়োরস।’
ছবি : ফেসবুক
১১ / ১২
ওয়েব সিরিজে এখন আলোচিত একজন অভিনয়শিল্পীর নাম শ্যামল মাওলা। স্ত্রী মাহা শিকদারসহ একটি ছবি পোস্ট করে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ছবি : ফেসবুক
১২ / ১২
দুই সন্তানকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন একসময়ের মডেল ও অভিনয়শিল্পী ইফশিতা শবনম শ্রাবন্তী। দুই মেয়েসহ দুটি ছবি ফেসবুকে পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘আমরা তিন...সবাইকে ঈদের শুভেচ্ছা।’
ছবি : ফেসবুক