‘পদ্মাপুরান’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী সাদিয়া মাহি। ক্যারিয়ারের প্রথম সিনেমার মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সিনেমা মুক্তি আগে কন্যাসন্তানের মা হয়েছেন। অভিষেক সিনেমাটিকে স্মরণীয় করে রাখতে সিনেমার নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন পদ্ম। ৮ অক্টোবর তাঁর অভিষেক হয়।