এই বছর যেসব নায়িকার ঢালিউড যাত্রা

চলতি বছরেও করোনা থেকে রক্ষা হয়নি ঢালিউডের। বন্ধ হয়ে গেছেন অনেক সিনেমা হল। কমছে সিনেমা মুক্তির সংখ্যা। সিনেমা মুক্তি পেলেও এখনো আশানুরূপ দর্শক হলমুখী হননি। ঢালিউড যেন এক দুর্বিষহ সময় পার করছে। এর মধ্যেই আশা দেখিয়েছে বেশ কিছু সিনেমা। সেসব সিনেমার মুক্তি নিয়ে আলোচনায় ছিলেন অভিষেক নায়িকারা। আসুন, দেখি এই বছর কাদের অভিষেক হলো।

১ / ৫
বছরের শুরুতে আলোচনায় আসেন প্রার্থনা ফারদিন দীঘি। ‘তুমি আছ তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা পরিচয় গায়ে জড়ান তিনি। খুদে চরিত্রের পর দীর্ঘদিন পরে তিনি সিনেমায় অভিনয় করলেন। নায়িকা চরিত্রে অভিষেকে অপেক্ষার অবসান হয় ১২ মার্চ। তাঁর সিনেমাটি সেভাবে সাড়া জাগাতে পারেনি।
২ / ৫
দুই বছর ধরে অভিষেকের অপেক্ষায় ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অপেক্ষার এই প্রহর শেষ হলো ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দিয়ে। সিনেমাটি ৩ ডিসেম্বর দেশ ও দেশের বাইরে একযোগে মুক্তি পায়। ঐশীর আগামীকাল শুক্রবার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা মুক্তি পাচ্ছে।
৩ / ৫
‘পদ্মাপুরান’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী সাদিয়া মাহি। ক্যারিয়ারের প্রথম সিনেমার মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সিনেমা মুক্তি আগে কন্যাসন্তানের মা হয়েছেন। অভিষেক সিনেমাটিকে স্মরণীয় করে রাখতে সিনেমার নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন পদ্ম। ৮ অক্টোবর তাঁর অভিষেক হয়।
৪ / ৫
বছর শেষে আলোচনায় আসে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি। বাবা–ছেলের গল্পের এই সিনেমাটি দিয়ে বড় পর্দায় অভিষেক হলো নোভা ফিরোজের। তাঁদের সিনেমাটি গত ২৪ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
৫ / ৫
‘মিশন এক্সট্রিম’ সিনেমায় পুলিশ কর্মকর্তা ইরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সাদিয়া নাবিলা। সৈয়দপুরে মেয়ে ১০ বছর আগে পড়াশোনা করতে অস্ট্রেলিয়া যান। এখন সে দেশের নাগরিক। ইনফরমেশন টেকনোলজিতে গ্র্যাজুয়েশন করা সাদিয়া এখন পরিচিতজনদের কাছে অভিনেত্রী। সুযোগ পেলে নিয়মিত কাজ করে যেতে চান।
ইনস্টাগ্রাম থেকে