এই বছর যেসব নায়িকার ঢালিউড যাত্রা
চলতি বছরেও করোনা থেকে রক্ষা হয়নি ঢালিউডের। বন্ধ হয়ে গেছেন অনেক সিনেমা হল। কমছে সিনেমা মুক্তির সংখ্যা। সিনেমা মুক্তি পেলেও এখনো আশানুরূপ দর্শক হলমুখী হননি। ঢালিউড যেন এক দুর্বিষহ সময় পার করছে। এর মধ্যেই আশা দেখিয়েছে বেশ কিছু সিনেমা। সেসব সিনেমার মুক্তি নিয়ে আলোচনায় ছিলেন অভিষেক নায়িকারা। আসুন, দেখি এই বছর কাদের অভিষেক হলো।