default-image

বয়স ২১ বছর হলে কী হবে, মাইলি সাইরাস যেন এখনো সেই ছোট্টটিই আছেন৷ কম্পিউটার গেমসের ভীষণ ভক্ত তিনি৷ বিশেষ করে এখন প্রেমে মজেছেন ‘গিটার হিরো’ নামের গেমটির৷ এই গেমটিতে খেলোয়াড়দের একটি প্লাস্টিকের গিটারে নিজেদের গান বাজাতে হয়৷ গেমটা সফরের সময়ও সঙ্গে রাখেন সাইরাস৷
সাইরাস বলেছেন, ‘আমার সফরসঙ্গীরা সব সময় গিটার হিরো আর ফ্রস্টেড ফ্লেকসের (সকালের নাশতা) ব্যাপারে জিজ্ঞেস করে৷ তবে এখন আমার শুধু গিটার হিরোই চাই৷’ আইএএনএস৷

বিজ্ঞাপন
বিনোদন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন