default-image

‘এখানে শিশুখাদ্যে বিষ, স্কুলের বাচ্চারা মাদকাসক্ত, ছোট্ট শিশুরা ধর্ষিত। মানবতা রক্ষায় কোথাও কোনো দেবতার আগমনী বার্তা নেই। তবুও সভ্যতার দায় মেটাতে কাউকে না কাউকে প্রতিবাদের চিৎকার দিতেই হয়। হাতে তুলে নিতে হয় মুক্তির ঝান্ডা, হতে হয় অবতার।’—হ্যা, এই কথা ঢালিউডের নতুন ছবি অবতার–এর। 

আগামীকাল শুক্রবার দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবিটি। ছবিটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন ছবির পরিচালক মাহমুদ হাসান সিকদার। বললেন, ‘এটি প্রায় ২ কোটি টাকা বাজেটের ছবি। এক বছর ধরে কাজ শেষ করেছি। সময় উপযোগী এই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের দেখার অনুরোধ করছি। আশা করছি খারাপ লাগবে না।’ 

‘অবতার’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, জে এইচ রুশো, আমিন খান, রাইসুল ইসলাম আসাদ, মিশা সওদাগর, সুব্রত, শিল্পী সরকার অপু প্রমুখ। ছবির গান লিখেছেন শহীদুল্লাহ ফরাজি, তারিক তুহিন ও মাহমুদ হাসান সিকদার। সংগীত করেছেন আহমেদ কিছলু, আহমেদ হুমায়ুন ও কিশোর। গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, ন্যান্​সি, ঐশী, পুলক, জুঁই ও মিম। সাগা এন্টাটেইনমেন্টের ব্যানারে অবতার নির্মিত হয়েছে।

বিজ্ঞাপন
মন্তব্য করুন