ঘুরে আসুন
* ছায়ানটের বার্ষিক লোকসংগীত অনুষ্ঠান
সময়: সন্ধ্যা সাড়ে ৬টা
স্থান: ছায়ানট মিলনায়তন, বাড়ি–৭২, সড়ক–১৫/এ, ধানমন্ডি আ/এ।
* টাইম, কোইনসিডেন্স অ্যান্ড হিস্ট্রি
ঢালী আল মামুনের একক শিল্পকর্ম প্রদর্শনী
চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত
সময়: দুপুর ১২টা থেকে রাত ৮টা
স্থান: বেঙ্গল শিল্পালয়, সড়ক–২৭ (পুরাতন), ধানমন্ডি
* ২৯তম জাতীয় পথনাট্য উৎসব
চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত
সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার
* টোয়েন্টি-ফরটি
২০ জন শিল্পীর দলীয় চিত্র প্রদর্শনী
চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত
সময়: বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্থান: গ্যালারি কায়া, বাড়ি–২০, সড়ক–১৬, সেক্টর–৪, উত্তরা
* প্রকৃতি ও জীবনের প্রতিফলন
গুলশান হোসেনের একক চিত্র প্রদর্শনী
চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত
সময়: সকাল ১০টা থেকে রাত ৮টা
স্থান: অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টস, এজে হাইটস, চ-৭২/১/ডি, উত্তর বাড্ডা, প্রগতি সরণি।