ঢাকা ডকল্যাব ২৮ আগস্ট থেকে

‘ঢাকা ডকল্যাব’ ২০১৭ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে
ফাইল ছবি

ঢাকা ডকল্যাবের পঞ্চম আসর শুরু হচ্ছে ২৮ আগস্ট। মাসব্যাপী এই আয়োজন এবারও অনলাইনে অনুষ্ঠিত হবে। ঢাকা ডকল্যাব সূত্র এমনটাই জানিয়েছে।
ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ জানান, বৈশ্বিক করোনা মহামারির কারণে গত বছর থেকেই এই আয়োজন অনলাইনে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। এ বছরের আয়োজনটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে।

ডক ল্যাব আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে একসঙ্গে অতিথি, আয়োজক ও বিজয়ীরা
ফাইল ছবি

ডকল্যাব জানায়, দক্ষিণ এশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নির্বাচিত প্রামাণ্যচিত্র নির্মাতাদের নিয়ে ২৮ থেকে ৩১ আগস্ট হবে প্রথম কর্মশালা। ‘রাফ কাট’ ও ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ বিভাগের প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় কর্মশালাটি হবে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর। ১৮ ও ১৯ সেপ্টেম্বর নির্বাচিত প্রামাণ্যচিত্র প্রকল্পগুলো উপস্থাপন করা হবে প্রযোজক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষের সামনে। আর ২৭ সেপ্টেম্বর হবে সমাপনী আয়োজন।

নির্ধারিত আয়োজন ছাড়াও ৪ ও ৫ সেপ্টেম্বর প্রামাণ্যচিত্রের বৈশ্বিক প্রবণতা নিয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা থাকবে। ঢাকা ডকল্যাব প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য একটি প্ল্যাটফর্ম। নির্মাতারা প্রামাণ্যচিত্র প্রকল্প নিয়ে প্রযোজক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে উপস্থাপন করার সুযোগ পান। পাশাপাশি প্রকল্পটি সামনের দিকে নিয়ে যেতে নির্মাতারা পরামর্শসহ নানা সহায়তা পেয়ে থাকেন। এশিয়ার প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য প্রজেক্ট মার্কেট ‘ঢাকা ডকল্যাব’ ২০১৭ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে।