দৃক গ্যালারি, আড়ং ও জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আজ থেকে শুরু হচ্ছে মসলিন-সংক্রান্ত শিল্পকর্ম প্রদর্শনী। এখানে দর্শকেরা জানতে পারবেন মসলিনকে ঘিরে নানা গল্প। থাকবে দৃক-বেঙ্গল মসলিন টিমের বোনা নতুন মসলিন শাড়ি।
উদ্বোধনী অনুষ্ঠানে হবে গবেষণাধর্মী প্রকাশনা মসলিন: আওয়ার স্টোরি-এর মোড়ক উন্মোচন। এ ছাড়া ‘লিজেন্ড অব দ্য লুম’ নামের ৪৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্রের ট্রেলারও মুক্তি পাবে।