default-image

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন৷ তবে এখনো বিশ্রামেই রাখা হয়েছে শাহরুখ খানকে৷ তঁাকে ছাড়াই আবার শুরু হয়েছে হ্যাপি নিউ ইয়ার ছবির শুটিং৷ এই ছবির সেটেই আহত হওয়া শাহরুখ চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন৷ পরিচালক ফারাহ খান নিজেই এই তথ্য জানিয়ে টুইট করেছেন, ‘আজ (গত সোমবার) থেকে আবার লম্বা শিডিউলে শুটিং শুরু হলো৷ এটা আমাদের কাছে পারিবারিক পুনর্মিলনীর মতো৷ হ্যঁা, শাহরুখকে আজও বিশ্রামেই রেখেছি৷’
এই সূচিতেই আবার কাজ করার কথা শাহরুখের৷ আইএএনএস৷

বিজ্ঞাপন
বিনোদন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন