default-image

মিম বলেন, এ ধরনের গল্পের ছবিতে প্রথম কাজ করলেন তিনি। তবে নিজের চরিত্রটির ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলতে চান না এই অভিনেত্রী। তাঁর কথা, ছবি মুক্তির আগ পর্যন্ত রহস্যের মধ্যেই থাক তাঁর চরিত্রটি।

ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, ‘আমার চলচ্চিত্রজীবনের নতুন এক জার্নি এটা। অনেক কিছু শিখেছি। অনেক কিছু অর্জন করেছি।’

ইয়েতি অভিযান ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে তৈরি। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের সঙ্গে ছবিটির যৌথ প্রযোজনায় আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ইয়েতি অভিযান-এর শুটিং শুরু হয় ১২ মে। এতে বাংলাদেশ থেকে ফেরদৌসও অভিনয় করেছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0