রঙিন মুহূর্তের সালমান শাহ

সালমান শাহের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর। আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সবার কাছে সালমান শাহ হিসেবে তিনি হাজির হন ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে। এরপর দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি। তাঁর সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘এই ঘর এই সংসার’ ইত্যাদি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢালিউডের জনপ্রিয় এই নায়ক মৃত্যুবরণ করেন।

সালমান শাহের বিভিন্ন সময়ের ছবি নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। ছবিগুলো নেওয়া হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে। 

মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে সালমান শাহ। (পেছনে দাঁড়ানো)
মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে সালমান শাহ। (পেছনে দাঁড়ানো)
গত শতকের নব্বই দশকের ঢালিউডের হার্টথ্রুব হিরো সালমান শাহ
গত শতকের নব্বই দশকের ঢালিউডের হার্টথ্রুব হিরো সালমান শাহ
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন সালমান শাহ। জিল্লুর রহমানের পাশে অভিনেতা এ টি এম শামসুজ্জামান
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন সালমান শাহ। জিল্লুর রহমানের পাশে অভিনেতা এ টি এম শামসুজ্জামান
স্ত্রী সামিরার সঙ্গে সালমান
স্ত্রী সামিরার সঙ্গে সালমান
তাঁর সময়ের সবচেয়ে স্টাইলিশ তারকা ছিলেন সালমান শাহ
তাঁর সময়ের সবচেয়ে স্টাইলিশ তারকা ছিলেন সালমান শাহ
ছোট্ট সালমান শাহ
ছোট্ট সালমান শাহ
সবার কাছে যিনি সালমান শাহ, তাঁর পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন
সবার কাছে যিনি সালমান শাহ, তাঁর পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন
বাবার সঙ্গে ছোট্ট সালমান
বাবার সঙ্গে ছোট্ট সালমান
শুটিংয়ের ফাঁকে সালমান শাহ
শুটিংয়ের ফাঁকে সালমান শাহ
সামিরাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ
সামিরাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ
সহকর্মীদের কাছেও সালমান ছিলেন অনেক প্রিয়
সহকর্মীদের কাছেও সালমান ছিলেন অনেক প্রিয়
সাগরপাড়ে সালমান শাহ
সাগরপাড়ে সালমান শাহ
ঘরোয়া পোশাকে সালমান শাহ
ঘরোয়া পোশাকে সালমান শাহ
রোদচশমা ছিল সালমান শাহের ভীষণ প্রিয় অনুষঙ্গ
রোদচশমা ছিল সালমান শাহের ভীষণ প্রিয় অনুষঙ্গ
শিশুরাও ছিল সালমান শাহের ভক্ত
শিশুরাও ছিল সালমান শাহের ভক্ত
সালমান শাহ
সালমান শাহ
ফিটফাট সালমান শাহ
ফিটফাট সালমান শাহ