কলকাতা বইমেলায় সুচিত্রা সেন

ভারতীয় চলচ্চিত্রজগতের ‘গ্রেটা গার্বো’ ছিলেন তিনি৷ সেই সুচিত্রা সেন মারা গেছেন কদিন আগে৷ এবারের কলকাতার বইমেলায় সুচিত্রাকে নিয়ে বেশ কয়েকটি জীবনীমূলক বই বেরিয়েছে৷ তঁার বিরল কিছু ছবি নিয়েও করা হয়েছে কয়েকটি বই৷ এই বইগুলো নিয়ে বইমেলার দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল৷ শুধু তা-ই নয়, মেলায় আসা শিল্পীরাও দেদারসে এঁকে চলেছেন সুচিত্রার পোট্রে৴ট৷
সুচিত্রার পোট্রেট অঁাকছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায় নামের এক শিল্পী৷ তঁার করা স্কেচের চাহিদাই সবচেয়ে বেশি৷ প্রতিটা স্কেচ বিকোচ্ছে এক হাজার টাকায়৷ শিল্পীর দাবি, তিনি এভাবেই শ্রদ্ধা প্রকাশ করছেন সুচিত্রাকে৷