'ইমরান'স লাইভ' নিয়ে আসছেন ইমরান

ইমরান
ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান এবার আরজে হচ্ছেন। রেডিও টুডেতে তাঁকে নিয়ে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান, নাম ‘ইমরান’স লাইভ’। ইমরান এখন আছেন সিলেটে। সেখানে একাধিক অনুষ্ঠানে গান করছেন তিনি। সেখান থেকে আজ শনিবার প্রথম আলোকে জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতি শুক্রবার রাতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

ইমরান দারুণ উচ্ছ্বসিত। কারণ, এবারই প্রথম তিনি রেডিও শো নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। অনুষ্ঠানটি নিয়ে দারুণ সব পরিকল্পনা করছেন। তবে এই মুহূর্তে তার কিছুই প্রকাশ করতে চান না। বললেন, ‘এবারই প্রথম আমার ভক্ত আর শ্রোতারা এ ধরনের অনুষ্ঠানে আমাকে পাচ্ছেন। কিছুটা নতুনত্ব থাকছে। আর অনুষ্ঠানে কী থাকছে, তা অনুষ্ঠানটি শুনতে শুনতে সবাই বুঝতে পারবেন।

গানের জগতে ইমরানের পথচলা এক দশকের। ২০০৮ সালের ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা তাঁকে দেশবাসীর সামনে তুলে ধরে। সেই থেকে পথচলা। শুরুটা ধীরে হলেও এখন তাঁকে দুরন্ত গতিতে ছুটতে হচ্ছে। গত দুই বছরে তাঁর ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। দেশের আনাচকানাচে গান গেয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। দেশের বাইরে প্রবাসী বাঙালিদের মাঝেও রয়েছে তাঁর চাহিদা।

দেশের কোনো এফএম রেডিওতে এবারই প্রথম ইমরানের নামে অনুষ্ঠান শুরু হচ্ছে। এফএম রেডিও নিয়ে ইমরান বলেন, ‘গাড়িতে রেডিও শোনা হয়। ঢাকা শহরে পথে যখন যানজটে আটকে থাকি, তখন শুনি। গানের জগতে আমার শুরুর দিকে ২০০৭ সালে কানে হেডফোন লাগিয়ে এফএম শুনতাম। ওই সময় বিভিন্ন এফএম রেডিওর কয়েকটি অনুষ্ঠান আমার পছন্দের তালিকায় জায়গা করে নেয়।’

‘ইমরান’স লাইভ’ অনুষ্ঠানের বিশেষ পর্বে থাকবে ‘মিট উইথ ইমরান’। এখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত কুইজে বিজয়ী পাবেন ইমরানের সঙ্গে সরাসরি অন-এয়ারে আড্ডা দেওয়ার সুযোগ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ফখরুল হক।

‘ইমরান’স লাইভ’ অনুষ্ঠান নিয়ে কিছু ধারণা দিতে গিয়ে ইমরান বললেন, ‘আমার গাওয়া গানের পাশাপাশি আমার পছন্দের গানও শুনতে পাবেন শ্রোতারা। এ ছাড়া নতুন প্রজন্মের শিল্পীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। গানের জগতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব। এটা আমার গানের জগতের ভ্রমণ বলতে পারেন।’

আপনার শো দর্শকের কাছে কেন ভালো লাগবে? এই শোর বিশেষত্ব কী? ইমরান বলেন, ‘এবারই প্রথম আমি এফএম রেডিওর আরজে হয়ে আসছি। এর আগে এভাবে কেউ আমাকে পায়নি। এটা অন্য রকম ব্যাপার হতে পারে। আমার মনে হয়, শ্রোতা আর ভক্ত যাঁরা আছেন, তাঁরা প্রতি শুক্রবার রাত ১১টা থেকে আমার জন্য অপেক্ষা করবেন। অনুষ্ঠান শুরু হওয়ার পর তাঁদের মনে হবে, আমার সঙ্গে তাঁরা আড্ডা দিচ্ছেন। সেভাবেই কিছু হবে।’

২০০৮ থেকে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে ইমরানের পেশাদার গানের জগতে পথচলা শুরু। তবে গানের ব্যস্ততা শুরু হয় ২০১২ সালে। এক দশকে কোন গান ইমরানের সংগীত জীবনের মোড় ঘুরিয়ে দেয়? বললেন, ‘অনেক গানই করেছি। তবে “তুমি দূরে দূরে থেকো না” গানটি প্রথম অনেকের মুখে শুনতে পাই। আর আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এনে দিয়েছে ‘বলতে বলতে চলতে চলতে’। দারুণ জনপ্রিয় এই গান আমাকে একধাপ এগিয়ে দিয়েছে। আর চলচ্চিত্রে “সম্রাট” ছবির ‘সারা রাত ভোর’ এবং পরে “বসগিরি” ছবির ‘দিল দিল দিল’ গানটি আমার পথচলা মসৃণ করেছে।’