'তুমি রবে নীরবে' গান নিয়ে প্রীত রেজার মিউজিক ভিডিও

‘তুমি রবে নীরবে’ গানের ভিডিওর দৃশ্যে জোভান আহমেদ ও শ্রাবন্তী সাহা
‘তুমি রবে নীরবে’ গানের ভিডিওর দৃশ্যে জোভান আহমেদ ও শ্রাবন্তী সাহা

প্রীত রেজা আলোকচিত্রী। গত বছর খাদিশিল্প নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। নাম ‘খাদি-দ্য ফিউচার ফেব্রিক’। তথ্যচিত্রটি ওই সময় যাঁরা দেখেছেন, সবাই প্রশংসা করেছেন, এমনকি সমালোচকেরাও। এর আগে দেশের বাইরে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। এবার তিনি বাংলাদেশে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। গানটি রবীন্দ্রসংগীত—‘তুমি রবে নীরবে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও শ্রাবন্তী সাহা। সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন।

প্রীত রেজা জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তৈরি হচ্ছে মিউজিক ভিডিওটি। কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৮ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে গানটি ইউটিউবে প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।

প্রীত রেজা বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় মনে খুব ভয় নিয়ে আমরা শুটিং করেছি। বৃষ্টির কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনা করেছি। যদিও শেষ পর্যন্ত বৃষ্টি বাধা হয়নি। প্রকৃতিকে ধন্যবাদ। গল্পের খাতিরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শুটিং করা প্রয়োজন ছিল। আমরা সেখানেই কাজ করেছি।’ আরও বললেন, ‘আমি স্থির চিত্র নিয়েই কাজ করি। কিন্তু এর মধ্যে কিছু তথ্যচিত্রও তৈরি করেছি। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি একজন সংগীতশিল্পীর মিউজিক ভিডিও তৈরি করেছি। এবার যখন রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আমাকে এই মিউজিক ভিডিওটি তৈরির জন্য আমন্ত্রণ জানানো হয়, আমি খুশি হয়েছি। আর বেশ আগ্রহ নিয়ে কাজটি করেছি।’

অটামনাল মুন বলেন, ‘কবিগুরুর জন্মজয়ন্তীতে এই ধরনের একটি গান শ্রোতাদের দিতে পেরে আমি আনন্দিত। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে।’

এই মিউজিক ভিডিওর চিত্রনাট্য তৈরি করেছেন অমিতাভ দেউড়ি। এখানে অভিনয় করেছেন জোভান আহমেদ ও শ্রাবন্তী সাহা।