প্রাণীর সেবা ঈশ্বরকে সেবার সমান: জয়া

জয়া আহসান
জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কুকুর-বিড়াল ভালোবাসেন। আহত বেওয়ারিশ কুকুর-বিড়ালের সেবায় কাজ করতেও আগ্রহী তিনি। কেননা এ অভিনেত্রী বিশ্বাস করেন, প্রাণীর সেবা ঈশ্বরের সেবার সমান। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় মহিলা সমিতি সভাকক্ষে শহরের কুকুর-বিড়ালের প্রতি নির্যাতন রোধে করণীয় প্রসঙ্গে কথা বলবেন তিনি।

কুকুর-বিড়াল কেন ভালোবাসেন? জানতে চাইলে জয়া আহসান বলেন, ‘জগতের সব প্রাণীকেই আমি ভালোবাসি। তাদের সেবা করতে চাই। কারণ, জীবের সেবা করা মূলত ঈশ্বরের সেবা করা। এটা আসলে আমার মানবিক দায়িত্ব।’

দেশের পথে-প্রান্তরে নির্মমভাবে আহত ও নিহত হওয়া কুকুরদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘কুকুর এমন একটা প্রাণী, এটা বনে-জঙ্গলে থাকতে পারে না, শিকার করে খেতে পারে না। ওদের মানুষের কাছাকাছি থাকতে হয়। আর আমরা মানুষেরা ওদের ক্ষতি করি, নির্মমভাবে আহত করি। এটা মানবিক বিপর্যয়।’

এ অভিনেত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষের সংবেদনশীলতা ক্রমে কমে যাচ্ছে। কুকুর-বিড়ালের মতো প্রাণীদের সঙ্গে তারা নৃশংস আচরণ করছে। মানুষ হিসেবে শুধু মানুষকে ভালোবাসলে চলবে না, প্রতিটি প্রাণীকে ভালোবাসতে হবে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে আমার অবস্থান থেকে যদি কিছু করা সম্ভব হয়, আমি চেষ্টা করব। এ নিয়ে যাঁরা কাজ করে যাচ্ছেন, পরোক্ষভাবে তাঁদের পাশে থাকার চেষ্টা করব। শুধু কুকুর-বিড়াল না, আমি যেকোনো পশু-পাখির সঙ্গে মানসিকভাবে ভীষণ অ্যাটাচড।’

পশু-পাখিদের নিয়ে বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে কী করবেন জানতে চাইলে জয়া বলেন, ‘আমাকে যদি কখনো ক্ষমতা দেওয়া হয়, আমার যদি সামর্থ্য তৈরি হয়, আমি পশু-পাখির জন্য কাজ করব। এটা আর কিছুই না, মানুষ হিসেবে মানুষ ও সৃষ্টির পাশে দাঁড়ানোর মানবিক দায় থেকেই করব।’

শিগগিরই বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘দেবী’। এ প্রসঙ্গে তিনি জানান, ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। আর কলকাতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘বিসর্জন‘ ঢাকায় প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে এ বিষয়ে কিছু জানি না। ছবিটি যদি ঢাকায় দেখায়, সেটা ভালো খবর। আরও আগে হলে ভালো হতো।’

‘বেওয়ারিশ কুকুর-বিড়ালের অধিকার রক্ষায় করণীয়’ বিষয়ে মতবিনিময়ের জন্য আগামীকাল বেলা ১১টায় বেইলি রোডে মহিলা সমিতির কনফারেন্স রুমের সভায় প্রধান অতিথি থাকবেন মৎস্য ও পশুসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিশেষ অতিথি থাকবেন জয়া। সভার আয়োজক আহত বেওয়ারিশ পশু উদ্ধারকারী সংস্থার উদ্যোক্তা আফজাল খান।