অনুমতি ছাড়াই পাকিস্তানে বিজ্ঞাপনচিত্রে আইয়ুব বাচ্চুর গানের সুর

এলআরবি
এলআরবি


‘খুবই দুঃখজনক। এই কাজের প্রতিবাদ করার কোনো ভাষা আমাদের জানা নেই। ওরা খুব খারাপ কাজ করেছে।’ বললেন আইয়ুব বাচ্চু, ব্যান্ড তারকা এবং এলআরবি ব্যান্ডের প্রধান। এলআরবির খুব জনপ্রিয় হওয়া ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানের সুর ব্যবহার করেছে পাকিস্তানের একটি ফ্যাশন হাউস। ক্রসস্টিচ নামের প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনচিত্রের আবহ সংগীত হিসেবে ব্যবহার করেছে এই গানের বাঁশি সংস্করণ। বিজ্ঞাপনচিত্রটি পাকিস্তানের অনলাইন টেলিভিশন বিজম্যাক্স টিভি প্রচার করছে তাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে।

আজ বুধবার সকালে প্রথম আলোকে আইয়ুব বাচ্চু বলেন, ‘আমার কিন্তু গর্ব হচ্ছে। বাংলাদেশের মিউজিকের আশ্রয় নিতে হলো পাকিস্তানকে। ওরা সুর তৈরি করা ক্ষমতাও এখন হারিয়েছে।’

বিজম্যাক্স টিভিতে প্রচারিত ক্রসস্টিচের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য
বিজম্যাক্স টিভিতে প্রচারিত ক্রসস্টিচের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য

এর আগে ২০১৬ সালের ৫ জুলাই ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই বাঁশি সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেন রাকিবুল ইসলাম নামের এক তরুণ শিল্পী। আইয়ুব বাচ্চু অভিযোগ করে বলেন, ‘যিনি এই বাঁশি সংস্করণটি ইউটিউবে ছেড়েছিলেন, তিনিও আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। এখন খোলা আকাশের যুগ। যে যেখান থেকে যেভাবে পারছে, নিচ্ছে।’

এ ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছেন? আইয়ুব বাচ্চু বলেন, ‘দেশে, দেশের বাইরে সবাই জানে গানটা আমাদের। গানটার কপিরাইটও করা আছে। এখনই কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না। তবে অবশ্যই কোনো পদক্ষেপ নেব।’

বিজম্যাক্স টিভিতে প্রচারিত ক্রসস্টিচের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য
বিজম্যাক্স টিভিতে প্রচারিত ক্রসস্টিচের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য

এদিকে গত সোমবার সন্ধ্যায় ক্রসস্টিচের এই বিজ্ঞাপনচিত্র পাবলিশ করে বিজম্যাক্স। এরপর এই অনলাইন টিভির ফেসবুক পেজে অনেকেই প্রতিবাদ করেছেন। সংগীতশিল্পী ও সাংবাদিক এলিটা করিম আজ প্রথম আলোকে বলেন, ‘আমি এরই মধ্যে গানটির বাঁশির সংস্করণ বিজম্যাক্স ফেসবুক পেজে দিয়েছি। এই চৌর্যবৃত্তির প্রতিবাদ করেছি।’

তবে যিনি গানটি বাঁশিতে বাজিয়ে ইউটিউবে প্রকাশ করেছেন, সেই রাকিবুল ইসলাম এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।