রানি থেকে কাবাডি খেলোয়াড়

কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ে জুড়ি নেই কঙ্গনা রনৌতের। একের পর এক দারুণ কিছু চরিত্র উপহার দিয়েছেন তিনি। সামনেও আসছে কঙ্গনা অভিনীত কিছু ছবি। মুক্তির দোরগোড়ায় ঝাঁসির রানি লক্ষ্মী বাঈকে নিয়ে ছবি ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’। এই মুহূর্তে অভিনয় করছেন ‘মেন্টাল হ্যায় কিয়া’ ছবিতে। শোনা যাচ্ছে, আরেকটি ছবিতে দেখা দেবেন কাবাডি খেলোয়াড়ের চরিত্রে।

অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কঙ্গনা। ছবি করার আগে তাই চরিত্রকে ধারণ করতে বেশ কসরত করেন তিনি। মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি ছবির জন্য তরবারি চালানো, ঘোড়ায় চড়াসহ বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। ডামি ব্যবহার করেননি। নিজেই সবকিছু করার চ্যালেঞ্জ নিয়েছেন। এমনকি শুটিং চলাকালীন তরবারির আঘাতও পান তিনি। কপালে দুই ভ্রুর মাঝখানে মারাত্মক আঘাত লাগে। ১৫ টির মতো সেলাই লাগে। আরেকটু হলে হাড় পর্যন্তও নাকি পৌঁছে যেত। তাতে ঘাবড়ে যাননি তিনি। উল্টো বলেছেন, তাঁর চেহারা থেকে যেন আঘাতের দাগ মেকআপ দিয়ে ঢাকা না হয়। ঝাঁসির রানি যোদ্ধা ছিলেন। চরিত্রটি জীবন্ত করতে দাগ ঢাকতে একদমই নারাজ তিনি।

এবার আরেক ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এবার দেখা যাবে একজন কাবাডি খেলোয়াড়ের ভূমিকায়। হাতে থাকা ছবির কাজ শেষ হবে জুলাই মাসে। এরপরই তিনি ঝাঁপিয়ে পড়বেন কাবাডি নিয়ে। ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি ইতিমধ্যে কঙ্গনার কাছ থেকে তারিখ নিয়ে নিয়েছেন। আগস্ট মাসেই শুরু হতে পারে ছবির কাজ। এরই মাঝে নিজেকে প্রস্তুত করার জন্য নাকি ১৫ দিনের টানা প্রশিক্ষণ নেবেন কঙ্গনা। ছবির প্রযোজনা সূত্র জানিয়েছে, পরিচালক একজন জাতীয় পর্যায়ের প্রশিক্ষকও প্রস্তুত করছেন কঙ্গনাকে প্রশিক্ষণের জন্য। কারণ, তাঁকে এই খেলার বিভিন্ন কৌশল শিখতে হবে। এমনকি শারীরিক গড়নেও আনতে হতে পারে পরিবর্তন।

গত দু-দুটো ছবিতে খুব একটা সাড়া জাগাতে পারেননি কঙ্গনা রনৌত। রেঙ্গুন ও সিমরান বড় ক্যানভাসের ছবি হলেও নিরাশ করেছে বক্স অফিসে। সামনে আসছে মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি। রানি হিসেবে দেখা দেবেন পর্দায়। আবার দেখা যাবে কাবাডি খেলোয়াড় হিসেবেও। ঘামও ঝরাবেন নিজের সেরাটা দেওয়ার জন্য। ভক্তমনে আশা, ‘কুইন’ হয়ে ফিরবেন কি আবার কঙ্গনা? মিড-ডে