স্বরার সবচেয়ে পুরোনো পোশাকটি ঢাকা থেকে কেনা!

বলিউড তারকা স্বরা ভাস্কর সম্প্রতি পিংক ভিলার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘আপনার আলমারির সবচেয়ে পুরোনো পোশাক কোনটি?’ উত্তরটি এই নায়িকার বাংলাদেশি ভক্তদের জন্য চমকে দেওয়ার মতো। কারণ স্বরার সংগ্রহে থাকা সবচেয়ে পুরোনো পোশাকটি ঢাকা থেকে কেনা।

স্বরার বাবা ছিলেন ভারতের নৌবাহিনীর একজন কর্মকর্তা। কাজের সুবাদে বা অন্য কোনো কারণে তিনি একবার ঢাকায় এসেছিলেন। সেটি ১৫ বছর আগের কথা। ঢাকা থেকে একমাত্র মেয়ে স্বরার জন্য একটি গঙ্গা যমুনা পাড়ের শাড়ি কিনে নিয়ে যান। স্বরার বয়স তখন মাত্র ১৫। যদিও তিনি বলতে পারেন না, এটি মসলিন শাড়ি নাকি তাঁতের। শাড়িটি এখন পর্যন্ত নাকি তিনি পরেননি। আদৌ পরবেন কি না ঠিক নেই। কিন্তু বাবার দেওয়া উপহার বলে রেখে দিয়েছেন যত্ন করে।

১ / ৭
স্বরা ভাস্কর
স্বরা ভাস্কর
২ / ৭
স্বরার সংগ্রহে তাঁর নানির অনেক পুরোনো শাড়িও আছে
স্বরার সংগ্রহে তাঁর নানির অনেক পুরোনো শাড়িও আছে
৩ / ৭
বিয়ের দাওয়াতে স্বরাকে লেহেঙ্গাতেই বেশি দেখা যায়
বিয়ের দাওয়াতে স্বরাকে লেহেঙ্গাতেই বেশি দেখা যায়
৪ / ৭
এমনিতে হালকা সাজলেও বিয়ের অনুষ্ঠানে জমকালো সাজ পছন্দ স্বরার
এমনিতে হালকা সাজলেও বিয়ের অনুষ্ঠানে জমকালো সাজ পছন্দ স্বরার
৫ / ৭
স্বরা হিলের থেকে ফ্ল্যাট স্যান্ডেলেই বেশি স্বচ্ছন্দ
স্বরা হিলের থেকে ফ্ল্যাট স্যান্ডেলেই বেশি স্বচ্ছন্দ
৬ / ৭
গয়নার মধ্যে স্বরা ভাস্করের পছন্দ ঝুমকা
গয়নার মধ্যে স্বরা ভাস্করের পছন্দ ঝুমকা
৭ / ৭
ঐতিহ্যবাহী পোশাকের থেকে পাশ্চাত্য পোশাকই নাকি বেশি পছন্দ স্বরার
ঐতিহ্যবাহী পোশাকের থেকে পাশ্চাত্য পোশাকই নাকি বেশি পছন্দ স্বরার