ফাঁড়া কাটল 'সুপার হিরো'র

‘সুপার হিরো’ ছবির দৃশ্যে শাকিব খান ও বুবলী
‘সুপার হিরো’ ছবির দৃশ্যে শাকিব খান ও বুবলী

অস্ট্রেলিয়ায় যখন ‘সুপার হিরো’ ছবির শুটিং শুরু হয়, তখন থেকেই নানা জটিলতার মধ্য দিয়ে এগোতে হয় নির্মাতাদের। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে শুটিংয়ের সময়ও জটিলতা ছিল ছবিটি নিয়ে। শুধু তা-ই নয়, ছবির মুক্তি ঠেকাতে আদালতের আশ্রয় নেয় নিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সব ফাঁড়া কাটিয়ে শেষ পর্যন্ত এবার ঈদে মুক্তি পাচ্ছে ‘সুপার হিরো’ ছবিটি। আজ বৃহস্পতিবার ছবিটি বিনা কর্তনে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক আশিকুর রহমান।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ভালো লেগেছে ছবিটি। ব্যবসা করবে। গানগুলো ফাটাফাটি হয়েছে। গল্পটা একটু অন্য রকম মনে হয়েছে।’

‘সুপার হিরো’ ছবির দৃশ্যে শাকিব খান ও বুবলী
‘সুপার হিরো’ ছবির দৃশ্যে শাকিব খান ও বুবলী

এদিকে ছাড়পত্র পাওয়ায় খুব খুশি পরিচালক আশিকুর রহমান। তিনি বলেন, ‘ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। এই সনদ আমার জন্য খুবই বিশেষ। এটা অর্জন করতে আমাদের যে কত ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে, তা বলে শেষ করা যাবে না। দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিপরীতে শক্তভাবে “সুপারহিরো” টিম এক হয়ে দাঁড়িয়েছিলাম। ধন্যবাদ তাঁদের, যাঁরা এই কঠিন সময়ে আমাদের পাশে ছিলেন। দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আমরা আসছি আপনার পাশের প্রেক্ষাগৃহে।’

‘সুপার হিরো’ ছাড়পত্র পাওয়ার একদিন আগে এই ছবির নায়িকা বুবলীর পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ছবির ‘তোমাকে আপন করে পাব’ শিরোনামে গানে পোশাকের কারণে বিতর্কে পড়তে হয় তাঁকে। গানটি দেখে অনেকেই ভেবেছেন, বুবলী মা হতে চলেছেন। বিষয়টি মোটেও তা নয়, পোশাক আর ক্যামেরা ঠিকমতো না ধরার কারণে এমনটি হয়েছে বলে জানান বুবলী।