দীপার কণ্ঠে কষ্টের সুর

দীপা খন্দকার
দীপা খন্দকার

: দীপা খন্দকার আপনার প্রথম ছবি মুক্তি পেয়েছে। আপনাকে অভিনন্দন। 

: ধন্যবাদ। আমার কিন্তু মোটেও আনন্দ হচ্ছে না।
: বলেন কী!
: ছবিটি আমার নিজের দেশেই মুক্তি পায়নি। অন্য দেশের দর্শক দেখছেন, তাতে আমার কী লাভ? যেদিন আমার দেশে ছবিটি মুক্তি পাবে, আমার দেশের দর্শক ছবিটি দেখবে, সেদিন সবচেয়ে খুশি হব।

কথা হলো অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে। ১৯৯৮ সালে ‘কাকতাড়ুয়া’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। এরপর ছোট পর্দায় অভিনয় করেছেন অসংখ্য নাটকে। কিন্তু চলচ্চিত্রে তাঁর অভিনয় করা হয়নি। এবার সেই সুযোগ পেয়ে গেলেন। ছবির নাম ‘ভাইজান এলো রে’। ভারতের বাংলা ছবি। পরিচালক জয়দীপ মুখার্জি। ঈদ উপলক্ষে আজ শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু তাতে মোটেও খুশি হতে পারেননি। তাঁর কণ্ঠে ছিল কষ্টের সুর।

‘ভাইজান এলো রে’ ছবির দৃশ্যে শাকিব খান ও দীপা খন্দকার
‘ভাইজান এলো রে’ ছবির দৃশ্যে শাকিব খান ও দীপা খন্দকার

ঈদ উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছে ছবিটি। দর্শক কেমন দেখছেন? দীপা খন্দকার বলেন, ‘কলকাতায় বাংলা ছবিকে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে টিকে থাকতে হয়। কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে নিয়মিত দক্ষিণের ছবি, বলিউড আর হলিউডের ছবি মুক্তি পাচ্ছে। সেসব ছবির অনেক বাজেট। কারিগরি দিকে ব্যবহার করা হচ্ছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজনের সঙ্গে দুপুরে কথা হয়েছে। শুনেছি, শুরুটা নাকি ভালোই হয়েছে। কাল ঈদ। দেখা যাক, চার-পাঁচ দিন পর সঠিক চিত্রটা পাওয়া যাবে।’

ছবি মুক্তি পেয়েছে, আপনার কলকাতায় যাওয়ার সম্ভাবনা আছে? দীপা খন্দকার বললেন, ‘এখনই বলতে পারছি না। যদি জুন মাসের শেষ পর্যন্ত ছবিটা হলে থাকে, তাহলে যাওয়ার ইচ্ছা আছে।’

জানালেন, ‘ভাইজান এলো রে’ ছবিতে কাজ করার পর ঢাকায় কয়েকজন নির্মাতার সঙ্গে টুকটাক কথা হয়েছে। তবে কোনোটাই চূড়ান্ত হয়নি। এর আগে তিনি বলেছিলেন, ‘বড় পর্দায় ভালো লাগার মতো চরিত্রের জন্য অনেক দিন অপেক্ষা করেছি। প্রথম ছবিতে চমৎকার গল্প পেয়েছি। আশা করছি, সবার ভীষণ ভালো লাগবে।’

ছবির দুই নায়িকা শ্রাবন্তী আর পায়েল সরকারের সঙ্গে দীপা খন্দকার
ছবির দুই নায়িকা শ্রাবন্তী আর পায়েল সরকারের সঙ্গে দীপা খন্দকার

‘ভাইজান এলো রে’ ছবিতে আরও অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, পায়েল সরকার, রজদাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, মনিরা মিঠু প্রমুখ। এ বছর মার্চ আর এপ্রিল মাসে এই ছবির কাজ করেছেন দীপা। ছবির শুটিং হয়েছে কলকাতা আর লন্ডনে।

ছবিতে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। বললেন, ‘শাকিব খুব সিরিয়াস আর মনোযোগী একজন অভিনেতা। সহশিল্পী হিসেবেও দারুণ। আর কলকাতার সবাই শাকিবকে ভীষণ পছন্দ করে।’

ঈদের আগে প্রোজেক্ট ওয়ান্ডার স্মাইলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন দীপা খন্দকার। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের চারপাশে অনেক অনেক সুবিধাবঞ্চিত শিশু ছড়িয়ে আছে। ঈদের দিনেও তাদের কপালে একটু আনন্দ জোটে না। আসুন, আমরা ওয়ান্ডার কেকের মাধ্যমে তাদের পাশে দাঁড়াই।’