ফিরছেন পূর্ণিমা

পূর্ণিমা
পূর্ণিমা

নায়ক মান্না প্রয়াত হয়েছেন এক দশকের বেশি সময়। এখনো আছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি। এই প্রতিষ্ঠান থেকে একসময় অভিনয়ের পাশাপাশি ছবি নির্মাণের কাজ নিয়মিত করেছেন মান্না। অনেক বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে নতুন কোনো ছবি নির্মাণের খবর নেই। আজ শুক্রবার জানা গেছে, কৃতাঞ্জলি ফিল্মস থেকে নতুন ছবি তৈরি হচ্ছে। এতে অভিনয় করছেন এ সময়ের আলোচিত নায়িকা পূর্ণিমা। এই ছবি দিয়ে অনেক দিন পর চলচ্চিত্রে ফিরছেন তিনি। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।

মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যে ছবিটি নির্মিত হবে, তার নাম ‘জ্যাম’। প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর গল্প থেকে ছবির চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন পান্থ শাহরিয়ার। ২৩ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ছবিটি সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

কৃতাঞ্জলি ফিল্মস থেকে অনেক বছর নতুন কোনো ছবি নির্মাণ করা হয়নি। এই প্রতিষ্ঠান থেকে আটটি ছবি তৈরি হয়েছে। প্রথম ছবি ছিল ‘লুটতরাজ’। সর্বশেষ তৈরি হয় ‘পিতা-মাতার আমানত’ ছবিটি। নায়ক মান্না মারা যাওয়ার পর এই প্রতিষ্ঠান থেকে আর কোনো ছবি তৈরি হয়নি। তবে সম্প্রতি পরিচালক মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবির পরিবেশনার কাজ করেছে কৃতাঞ্জলি।

পরিচালক নেয়ামূল জানান, গতকাল বৃহস্পতিবার রাতে পূর্ণিমার সঙ্গে চুক্তি হয়ে গেছে। ছবিতে পূর্ণিমাকে দেশের জনপ্রিয় একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আপাতত এর বাইরে আর কিছুই প্রকাশ করতে চান না।

‘জ্যাম’ ছবির শুটিং শুরু হবে এ বছর অক্টোবর মাসে। ছবিতে পূর্ণিমার বিপরীতে কে অভিনয় করছেন, এ ব্যাপারে আপাতত কিছুই বলতে চাননি তিনি। নেয়ামূল জানান, একজন জনপ্রিয় নায়কের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনো যেহেতু চুক্তি স্বাক্ষর হয়নি, তাই তাঁর ব্যাপারে কিছু বলতে চাই না। আগস্টের মাঝামাঝি সময়ে এই নায়কের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে।

এদিকে ‘জ্যাম’ ছবির আগে পূর্ণিমার আরেকটি ছবিতে অভিনয়ের খবর শোনা গেছে। ‘গাঙচিল’ নামে এই ছবির পরিচালকও নঈম ইমতিয়াজ নেয়ামূল। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হবে। নির্মাতা জানান, ৩ আগস্ট ছবির প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পী পূর্ণিমা ও ফেরদৌসের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। একই সময়ে সংবাদ সম্মেলন করে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।