ভক্ত হারালেন সেলেনা

সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ লাখ দশেক ভক্ত হারালেন। তবে সেসব আসল ভক্ত ছিল না। সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ প্রায় ১৩ কোটি নকল টুইটার অ্যাকাউন্ট তাদের ওয়েবসাইট থেকে মুছে ফেলে। এর ফলে সেলেনার টুইটার অ্যাকাউন্ট থেকে হঠাৎ ১০ লাখের বেশি অনুসারী (ফলোয়ার) কমে যায়।

শুধু সেলেনাই নন। সেলেনার পাশাপাশি সংগীতশিল্পী ডেমি লোভাটো, নিক জোনাস ও বিয়ন্সেরও অনেক অনুসারী টুইটার থেকে গায়েব হয়ে গেছে। সাধারণত পছন্দের তারকার নিয়মিত খোঁজখবর রাখতেই ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অনুসরণ (ফলো) করে। কিন্তু অনেক অসাধু ব্যক্তি এই সুযোগের অপব্যবহার করে। ভুয়া অ্যাকাউন্ট খুলে তারকাদের অনুসরণ করে অনেককে ঠকাতে চায়। ভুয়া অনুসারীরা তারকাদের বিভিন্ন পোস্টের নিচে গিয়ে অনাকাঙ্ক্ষিত পণ্যের প্রচার করে। অনেক সময় স্প্যামও ছড়ায়। তাই টুইটারকে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে ভারমুক্ত করতে দীর্ঘ ছাঁটাই-প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এই ছাঁটাই-প্রক্রিয়াও যে তারকাদের খ্যাতিতে প্রভাব ফেলছে, তা ধীরে ধীরে জানা যাচ্ছে। এস শোবিজ