মান্না ভাইকে নিয়ে আমার অনেক স্মৃতি: পূর্ণিমা

নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। ‘জ্যাম’ নামের এই ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি ফিল্মস থেকে নির্মিত হবে ছবিটি। ছবিসহ বেশ কিছু বিষয়ে কথা হলো এই অভিনেত্রীর সঙ্গে।

শুরুতেই ‘জ্যাম’ চলচ্চিত্র প্রসঙ্গে জানতে চাই।
এ সপ্তাহেই ছবিটির মহরত হওয়ার কথা রয়েছে। তখন বিস্তারিত জানা যাবে। এরই মধ্যে আমার সঙ্গে চুক্তি হয়েছে। অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা।

পূর্ণিমা
পূর্ণিমা

আপনার চরিত্র বা চলচ্চিত্রটির গল্পের কোনো ইঙ্গিত দেবেন?
এখনই গল্প বা চরিত্র প্রসঙ্গে কিছু না বলাই ভালো। ছবিটির নাম যেহেতু জ্যাম, মানে ট্রাফিক জ্যাম। তাই এ রকম কোনো ঘটনাই দেখবেন দর্শক। শুধু এতটুকু বলি, গল্পটি কোনো নায়ক-নায়িকানির্ভর বা নাচ-গানে ভরপুর কোনো গল্প নয়। এটা একটা সুন্দর গল্পের ছবি।

প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে ছবিটি নির্মিত হচ্ছে। মান্না ভাইকে নিয়ে কোনো স্মৃতি মনে পড়ে...
মান্না ভাইকে নিয়ে আমার অনেক স্মৃতি। লিখতে হলে পুরো পত্রিকার এক পাতা লাগবে। কৃতাঞ্জলির শেষ ছবি পিতামাতার আমানত-এ মান্না ভাই ও আমি অভিনয় করেছিলাম। ছবিটি তিনি মুক্তি দিয়ে যেতে পারেননি। ওটাই তাঁর সঙ্গে আমার শেষ কাজ ছিল। মান্না ভাইয়ের স্ত্রী শেলী ভাবি আমাকে খুব আদর করেন। পরিবারের সদস্য মনে করেন। তাই মান্না ভাইয়ের ওপর শ্রদ্ধা ও শেলী ভাবির ভালোবাসার জোরেই আবার আমরা নতুন পরিকল্পনা শুরু করেছি। আবার কাজে ফেরা।

শুটিং করতে গিয়ে মান্না ভাইকে তো মিস করবেন নিশ্চয়ই? 
মান্না ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্রে শুটিং করি বা না করি, সব সময়ই তাঁকে মিস করি।

মন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন...
আমিও ব্যাপারটি শুনেছি। এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। কাজ হতে পারে। চুক্তি না হলে কিছুই বলা যায় না।

আপনার উপস্থাপনায় আরটিভিতে ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠান থেকে কেমন সাড়া পাচ্ছেন? 
এই অনুষ্ঠানটা যখন শুরু করি, তখন একটু ভয়ে ছিলাম। হয়তো মানুষ অতটা পছন্দ করবে না। চার-পাঁচ পর্বের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু তা হয়নি। মানুষ বেশ পছন্দ করেছে।

আপনার যদি বায়োপিক (জীবনীনির্ভর চলচ্চিত্র) তৈরি হয়, তাহলে কে আপনার চরিত্রে ভালো অভিনয় করতে পারবেন? 
আমার বায়োপিক করার মতো এখনো কোনো অবস্থা তৈরি হয়নি।

নায়ক হিসেবে আপনি তালিকা করবেন কীভাবে? আরিফিন শুভ, সাইমন ও শাকিব খান? 
এক নম্বরে অবশ্যই শাকিব খান, তারপর আরিফিন শুভ এবং সাইমন।

দেশে সব ব্যাংক বন্ধ হয়ে গেলে টাকা কোথায় রাখবেন? 
আর যেখানেই রাখি কেন, বাড়িতে রাখব না। যাঁরা ব্যাংক বন্ধ করবেন, তাঁরা নিশ্চয়ই টাকা রাখার ব্যবস্থা করেই বন্ধ করবেন।