ঈদের নাটকে 'প্যাকআপ' বিড়ম্বনা

বেশ কিছু নাটকের শুটিং প্যাকআপ হলেও ২ জুলাই থেকে উত্তরায় শুরু হয়েছে ফ্যাটম্যান ফান্টাস্টিক নাটকের শুটিং
বেশ কিছু নাটকের শুটিং প্যাকআপ হলেও ২ জুলাই থেকে উত্তরায় শুরু হয়েছে ফ্যাটম্যান ফান্টাস্টিক নাটকের শুটিং

আর কদিন পরই ঈদ। টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে ঈদের নাটক। কিন্তু দেশের সামগ্রিক অবস্থার কারণে বিঘ্নিত হচ্ছে শুটিং। বিনা নোটিশে শুটিং ‘প্যাকআপ’ (বাতিল) হয়ে যাচ্ছে। এমনটাই জানালেন শুটিং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, ‘গত কয়েক দিনে আমার চারটি শুটিংবাড়ি থেকে তিনটি শুটিং বাতিল হয়েছে। নির্দিষ্ট শুটিংয়ের তারিখের এক বা দুই দিন আগে প্যাকআপ হওয়ায় আমরা বিপদে পড়ে যাচ্ছি।’

শুটিং প্যাকআপ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করলেন শুটিং হাউস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল আলীমও। তিনি বলেন, ‘সব মিলিয়ে সাম্প্রতিক পরিস্থিতির কারণে আমারও বেশ কয়েকটি শুটিং বাতিল হয়েছে, ঈদের আগে ব্যবসার জন্য যেটা বেশ ক্ষতিকর।’ গত চার-পাঁচ দিনে তাঁর বাড়ির তিনটি শুটিং বাতিল হয়েছে বলে জানান তিনি। তবে শুটিং বাতিলের নিয়মকানুনের ব্যাপারে তিনি জানান, শুটিংবাড়ি চূড়ান্ত করার পর যদি কেউ বাতিল করতে চান, তাহলে কমপক্ষে চার দিন আগে জানাতে হয়। তার চেয়ে কম সময়ের মধ্যে জানালে কমপক্ষে এক শিফটের টাকা পরিশোধ করতে হয়। তিনি বলেন, ‘টাকা অনেকেই দেন, অনেকে দেন না। কিন্তু এক শিফটের টাকা দিলেও তো আমাদের ক্ষতি। শুটিং না হলেও আমাদের কিন্তু ঠিকই শুটিংবাড়ি রক্ষণাবেক্ষণ করতে হয়।’

ঈদের কাজ নিয়ে ব্যস্ত নির্মাতা শিহাব শাহীন। বর্তমানে কাজের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, শুটিং হাউসের ভেতরে কাজ করতে সমস্যা হচ্ছে না। বাইরে শুটিং করতে গেলে একটু সমস্যা হচ্ছে। এ ছাড়া তেমন কিছু না।

বাইরে শুটিং করতে গেলে অনেকেই নানা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করছেন বলে জানালেন নির্মাতা সাগর জাহান। তিনি গত ২ জুলাই থেকে উত্তরাসহ আশপাশের এলাকায় ফ্যাটম্যান ফান্টাস্টিক নামে একটি ঈদ ধারাবাহিকের শুটিং করছেন। তিনি বলেন, ‘আমাদের তো শুটিং করতেই হবে। ঈদে নাটকগুলো প্রচারিত হবে। তাই শুটিং না করে উপায় নেই। গত কয়েক দিন আমরা সবাই খুব ভোরে চলে এসেছি। তারপর শুটিং শুরু করেছি। খুব বেশি সমস্যা হয়নি।’

শুটিং বন্ধ হওয়া প্রসঙ্গে টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘এখনো আমাদের কাছে তেমন কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে শুটিং বাতিল হলেও হতে পারে।’